ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এ্যাপোলোর আইপিও প্রকল্পের উৎপাদন শুরু

প্রকাশিত: ০৪:৩৮, ২ এপ্রিল ২০১৮

এ্যাপোলোর আইপিও প্রকল্পের উৎপাদন শুরু

পুঁজিবাজােের তালিকাভুক্ত কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। রবিবার দুপুরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এই প্রকল্পের বাণিজ্যিক উৎপাদনের উদ্বোধন করেন। জানা যায়, এমওএফ-সিজিএল প্লান্টের আওতায় প্রকল্পটির বাণিজ্যিকভাবে যে ঢেউটিন উৎপাদন করবে তাতে মরিচা ধরবে না। ফলে টিনের স্থায়িত্ব ক্ষমতা অনেক বেশি হবে। কারণ অক্সিজেনের সংস্পর্শ ছাড়াই তৈরি হবে এই ঢেউটিন। রেডিয়েন্ট টিউব ফারনেস (আরটিএফ) প্রকল্পটির মাধ্যমে কোম্পানিটির বছরে ৭২ হাজার মেট্রিক টন উৎপাদন সক্ষমতা বাড়বে। আর এর মাধ্যমে ৮০ শতাংশ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে বছরে আয় আসবে ৫৪০ কোটি টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×