ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করাচীতে ক্রিকেট ফেরার উৎসব

প্রকাশিত: ০৫:৪২, ১ এপ্রিল ২০১৮

 করাচীতে ক্রিকেট ফেরার উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস গেইল নেই, নেই ওয়ানডে ও টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার। এমনকি টি২০ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েটও আসেননি। ক’দিন আগে বিশ্বকাপ বাছাই খেলা মাত্র চার ক্রিকেটার নিয়ে পাকিস্তানে পাড়ি জমিয়েছে ক্যারিবীয়রা। আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি২০তে অতিথিদের নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ। তবু খুশি পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। কারণ ২০০৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ঐতিহ্যবাহী করাচী জাতীয় স্টেডিয়াম। অনেকটা উৎসবের আমেজে পূর্ণশক্তির দল নিয়ে নিজেদের সামর্থ্যরে জানান দিতে চায় পাকিস্তান, ‘এটা আসলে উৎসবের মতো। ছোট ফরমেটে ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। আমাদের তাই সেরাটা দিতে হবে’ বলেন সরফরাজ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। আজ, কাল ও পরশু টানা তিনদিনে হবে তিনটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও স্থানীয় প্রশাসন। হোটেল এবং স্টেডিয়ামে সফরকারী দলটিকে নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ এবং আধাসামরিক বাহিনীর আট হাজার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক নির্বাসনে যায়। চলতি মাসের শুরুর দিকে করাচীতে সফলভাবে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ফাইনাল আয়োজন করে পিসিবি। ২০১৫ সালে লাহোরে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ আয়োজনের পর পিএসএল ফাইনাল ছিল দেশটিতে দ্বিতীয় বড় কোন আয়োজন। গত বছর মার্চে পিএসএল ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। এছাড়া গত সেপ্টেম্বরে বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি ম্যাচের পর একই মাসের শেষদিকে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি২০ হয় লাহোরে। পিএসএলে পারফর্ম করার পর ব্যাটসম্যান আসিফ আলী, অলরাউন্ডার হোসেইন তালাত এবং পেসার শাহীন শাহ আফ্রিদি তিন নতুন মুখকে দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান। নিজ শহরে আন্তর্জাতিক ম্যাচ ফেরাটাকে বেশ উপভোগ করেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। এর আগে করাচীতে সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলা পাকিস্তান বর্তমান দলের একমাত্র খেলোয়াড় তিনিই। তবে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে অস্বীকৃতি জানানোয় বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই এ সিরিজের জন্য দল গঠন করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দলে নেই নিয়মিত অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট, মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল ও এভিন লুইস এবং অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবং কাইরন পোলার্ড। আইপিএলে চুক্তিবদ্ধ হওয়ার কারণে নেই তারকা স্পিনার সুনীল নারাইনও। ওদিকে ক্যারিবীয়দের নেতৃত্বে মিডলঅর্ডার ব্যাটসম্যান জেসন মোহাম্মদ। দলে সুযোগ পেয়েছেন চার নতুন মুখ ব্যাটসম্যান আন্দ্রে ম্যাককার্থি, ফাস্ট বোলার ওডিন স্মিথ, বাঁ-হাতি স্পিনার ভিরাস্বামি পারমল এবং অলরাউন্ডার কিমো পল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড বুন। আইসিসি ক্রিকেটের জেনারেল ম্যানেজার জিয়ফ এ্যালারর্ডিচ এবং আম্পয়ার্স ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিতও উপস্থিত থেকে পুরো ব্যবস্থাপনা দেখভাল করবেন। তাই নির্বিঘ্ন সিরিজ আয়োজনের মাধ্যমে করাচীতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী পাকিস্তান।
×