ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:০৮, ৩১ মার্চ ২০১৮

নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ মার্চ ॥ সাংবিধানিক প্রক্রিয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, অন্য কোনভাবে নয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ সারাবিশে^র গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় ঠিক সেভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রতিহত করার সকল ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে। শুক্রবার বিকেলে রংপুর টাউন হল মাঠে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ১৪ দলের প্রধান সমন্বয়ক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ শেখ হাসিনার অধীনেই হবে। ২০১৪ সালে জামায়াত কে নিয়ে বিএনপি হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ পুড়িয়ে মেরেছে। নির্বাচন না হলে মার্শাল ল হতো। বর্তমানে মানুষ শান্তিতে আছে। দেশের অনেক উন্নয়ন হয়েছে। মন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ নির্বাচন। নির্বাচনের কোন বিকল্প নেই। বিকল্প পথে ক্ষমতায় যাওয়ার আর কোন সুযোগ নেই। তাই ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসুন। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তিনি বলেন, নির্বাচন একটি খেলা। নির্বাচন কমিশন হচ্ছে এ খেলার রেফারি। এ খেলায় জিততে হলে জনসমর্থন পেতে হবে। এ খেলায় ফাউল করা যাবে না। ফাউল করলে জনগণ লাল কার্ড দেখিয়ে খেলার মাঠ থেকে বের করে দিবে। তিনি বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে, দুর্নীতি করে জেলে গেছেন। তার জেলে যাওয়া এবং জামিন না পাওয়া না পাওয়ার বিষয়ে সরকারের কোন হাত নেই। আইনী প্রক্রিয়ার মাধ্যমেই খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ হবে। খালেদা জিয়া অসুস্থ। তাই তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য মির্জা ফকরুলের আবেদনের জবাবে মন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি। তার চিকিৎসার কোন ক্রুটি হবে না। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। কিন্তু চিকিৎসার অজুহাতে বিদেশে পালাতে দেয়া হবে না। মন্ত্রী ১৪ দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আবারও ১৪ দলীয় জোটকে ক্ষমতায় আসতে হবে। সে কারণে ১৪ দলের ঐক্য আরও মজবুত করতে হবে। বিএনপি স্বাধীনতা বিরোধীদের নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। তারেক জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আগামী নির্বাচন বানচাল করার জন্য জামাত-বিএনপি গত নির্বাচনের মতো আবারও জ¦ালাও পোড়াও, হত্যা সন্ত্রাসী কর্মকা- শুরু করতে পারে। তাই তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দেশ থেকে মঙ্গা দূর হয়েছে, বিদ্যুত সমস্যার সমাধান হয়েছে, শিক্ষা-স্বাস্থ্য সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়িয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও নৌাকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি রংপুরবাসীর উদ্দেশ্যে বলেন, রংপুরে বিভাগ, বিশ^বিদ্যালয় ও সিটি কর্পোরেশন দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। আগামীতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে বিশ^বিদ্যালয় করা হবে। জামায়াত-বিএনপি’র হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাসহ সকল সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে আয়োজিত ১৪ দলের সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। বক্তব্য দেন, সাবেক বন ও পরিবেশ প্রতমন্ত্রী এইচ. এন আশিকুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত্র সংসদীয় কমিটির সদস্য টিপু মুন্সী এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খালেদ মাহমুদ চৌধুরী, জাসদ কেন্দ্রীয় নেত্রী শিরিন আখতার রেজাউর রহিম খান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ফজলে হোসেন বাদশা এমপি, নজরুল ইসলাম হক্কানী, গণতন্ত্রী পার্টি নেতা মোহাম্মদ আফজাল, জাসদ নেতা সাখাওয়াত রাঙ্গা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আ.লীগের সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ। এর আগে দুপুরে তিনি রংপুর মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস ও রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
×