ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কোন্দল মিটিয়ে নির্বাচনে এক সঙ্গে কাজ করুন ॥ ডেপুটি স্পীকার

প্রকাশিত: ০৪:৪৩, ৩০ মার্চ ২০১৮

কোন্দল মিটিয়ে নির্বাচনে এক  সঙ্গে কাজ  করুন ॥  ডেপুটি স্পীকার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৯ মার্চ ॥ ধামরাইয়ে আওয়ামী লীগের ভেতর অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার পরামর্শ দিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। বুধবার সন্ধ্যায় ধামরাইয়ের কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্থানীয় সংসদ সদস্য এম এ মালেকের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে জিরো টলারেন্সের মাধ্যমে বাংলাদেশে জঙ্গীবাদ নির্র্মূল করা সম্ভব হয়েছে বলে সরকার জঙ্গীদের কঠোর হাতে দমন করেছে। তাই, জঙ্গীরা এখন আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মিনা মালেক, নবযুগ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিয়ামুল কবিরসহ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম এমপি ও কোনাল।
×