ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চৌহালী রক্ষা বাঁধে আবারও ধস

প্রকাশিত: ০৬:৫১, ২৮ মার্চ ২০১৮

চৌহালী রক্ষা বাঁধে আবারও ধস

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৭ মার্চ ॥ ১০ দিনের ব্যবধানে চৌহালীতে ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শহর রক্ষা বাঁধে আবারও ধস নেমেছে। মঙ্গলবার সকালের দিকে খাস কাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে ২৫ মিটার এলাকা ধসে যায়। শুষ্ক মৌসুমে বারবার ধস নামায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে ধসের বিস্মৃতি ঠেকাতে পাউবো কার্যকর কোন ব্যবস্থা নেয়নি অভিযোগ এলাকাবাসীর। পাউবো ও স্থানীয় সূত্রে জানা যায়, এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ১০৯ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের ২৪ নভেম্বর সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইল জেলার সাত কিলোমিটার এলাকায় যমুনার করাল গ্রাস থেকে বাঁচাতে চৌহালী শহর রক্ষা বাঁধ নামের একটি প্রকল্পের কাজ শুরু হয়। যার ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। বাঁধটি নির্মাণের শেষ পর্যায়ে গত বছরের ২ মে ধস দেখা দেয়। এরপর একই বছর ১৬ মে, ৮ ও ২৩ জুন ৩, ৭, ১৯, ২০, ২১ ও ২৩ জুলাই এবং ২২ অক্টোবর এ প্রকল্পটির বিভিন্ন অংশে ধস ও ভাঙ্গন সৃষ্টি হয়। এছাড়া এ বছরের ১৭ মার্চ খাস কাউলিয়া অংশে ধস দেখা দেয়। ধস রোধে কোন ব্যবস্থা না নেয়ায় মঙ্গলবার একই এলাকায় ফের ধস দেখা দিয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান জানান, মঙ্গলবার ভোরের দিকে বাঁধের ২৫ মিটার এলাকা ধসে গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে বাঁধের তদারকির দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পাউবো কর্মকর্তাদের।
×