ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আজ ছয় ইভেন্টে স্বর্ণজয়ের জন্য লড়বেন বাংলাদেশের তীরন্দাজরা

প্রকাশিত: ০৬:১৫, ২৭ মার্চ ২০১৮

আজ ছয় ইভেন্টে স্বর্ণজয়ের জন্য লড়বেন বাংলাদেশের তীরন্দাজরা

স্পোর্টস রিপোর্টার ॥ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালী জাতির জন্য এ দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আর এ দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চলমান সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে আরেকটি সফল দিন পার করল বাংলাদেশের আরচাররা। এদিন মোট ৬টি ইভেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সব সেমিতেই জয়লাভ করে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগতভাবে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশ ১৯৫৯, রিকার্ভ মহিলা দলগতভাবে বাংলাদেশ ১৭৩৯, মিশ্র দলগতভাবে ভারত ১২৬৫, কম্পাউন্ড পুরুষ দলগতভাবে ভারত ২০৩৬, কম্পাউন্ড মহিলা দলগতভাবে ভারত ২০০৪, কম্পাউন্ড মিশ্র দলগতভাবে ভারত ১৩৫৭ স্কোর করে র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করে। প্রতিটি ইভেন্টেই আজ স্বর্ণজয়ের জন্য স্বাগতিক তীরন্দাজদের লড়তে হবে ভারতীয়দের বিরুদ্ধে। রিকার্ভ টিম ম্যান ইভেন্টের ফাইনালে ভারতের বিরুদ্ধে স্বর্ণজয়ের জন্য লড়বেন বাংলাদেশের রুমান সানা, তামিম ও মোহাম্মদ ইব্রাহিম শেখ রেজোয়ান। এ ইভেন্টে তাম্রপদক জিতেছেন শ্রীলঙ্কার আরচাররা। রিকার্ভ টিম ওমেন্স ইভেন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের নাসরিন আক্তার, রাদিয়া আক্তার ও রাবেয়া খাতুন। এ ইভেন্টেও তাম্রপদক জিতেছেন লংকান মেয়েরা। এদিকে রিকার্ভ মিক্স টিম ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের রোমান সানা ও নাসরিন আক্তার। এ ইভেন্টে তাম্রপদক জিতেছে নেপাল। কম্পাউন্ড টিম ম্যান ইভেন্টের ফাইনালে উঠেছেন স্বাগতিক দলের অসীম কুমার, আবুল কাশেম মামুন ও আশিকুজ্জামান। এ ইভেন্টে তাম্রপদক পেয়েছে নেপাল। কম্পাউন্ড টিম ওমেন্স ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের সুস্মিতা বণিক, রুখসানা আক্তার ও বন্যা আক্তার। আর কম্পাউন্ড মিক্স টিম ইভেন্টের ফাইনালে উঠেছেন অসীম কুমার ও বন্যা আক্তার। রিকার্ভ পুরুষ দলগতভাবে সেমিফাইনালে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে নেপালকে, রিকার্ভ মহিলা দলগতভাবে সেমিফাইনালে বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে নেপালকে ও মিশ্র দলগতভাবে সেমিফাইনালে বাই পেয়ে ভারত এবং বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে নেপালকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। কম্পাউন্ড পুরুষ দলগত সেমিফাইনালে ভারত ২২৪-২০৪ স্কোরের ব্যবধানে নেপালকে, বাংলাদেশ ২২৪-১৬৫ স্কোরের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। এছাড়া কম্পাউন্ড মহিলা দলগতভাবে ভারত ও বাংলাদেশ এবং কম্পাউন্ড মিশ্র দলগতভাবে ভারত ও বাংলাদেশ ফাইনালে উন্নীত হয়। ফাইনালে গোল্ড মেডেল ম্যাচে বাংলাদেশ আরচারি দল ১০টির মধ্যে ৯টিতে ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভ ডিভিশনে পুরুষ এককে রুমান সানা’ (বাংলাদেশ) বনাম মোঃ ইব্রাহিম শেখ রেজোয়ান (বাংলাদেশ), রিকার্ভ মহিলা এককে নাসরিন আক্তার (বাংলাদেশ) বনাম হিমানী (ভারত), রিকার্ভ পুরুষ দলগতভাবে বাংলাদেশ বনাম ভারত, রিকার্ভ মহিলা দলগতভাবে বাংলাদেশ বনাম ভারত, রিকার্ভ মিশ্র দলগতভাবে ভারত বনাম বাংলাদেশ, কম্পাউন্ড ডিভিশনে পুরুষ এককে ভেনকাতাদ্রি কুন্দেরু (ভারত) বনাম হারস পরসার (ভারত), কম্পাউন্ড মহিলা এককে সুস্মিতা বণিক (বাংলাদেশ) বনাম রোকসানা আক্তার (বাংলাদেশ), কম্পাউন্ড পুরুষ দলগতভাবে ভারত বনাম বাংলাদেশ, কম্পাউন্ড মহিলা দলগতভাবে ভারত বনাম বাংলাদেশ এবং কম্পাউন্ড মিশ্র দলগতভাবে ভারত বনাম বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।
×