ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সরকারী স্টিকারযুক্ত পাজেরো থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৫:৩১, ২৬ মার্চ ২০১৮

চট্টগ্রামে সরকারী  স্টিকারযুক্ত  পাজেরো থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার কর্ণফুলী থানাধীন ফকিরনির হাট এলাকায় দেড় কোটি টাকার ইয়াবাসহ একটি পাজেরো জীপ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পাজেরোটিতে মানচিত্রযুক্ত সরকারী স্টিকার ও ভিআইপি ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো ছিল। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৫০ হাজার ইয়াবা। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় জসিম উদ্দিন নামের এক ভুয়া এপিএস আটক হয়েছে। জানা গেছে, রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাজেরো গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। গাড়িটি সিগন্যাল অমান্য করে আনোয়ারার দিকে চলে যাওয়ার সময় চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ফকিরনির হাট রাস্তার মাথা এলাকায় পুলিশ গাড়িটিকে থামাতে সক্ষম হয়। বিশেষ এই অভিযানে আটক করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্টিকার ও ভিআইপি ফ্ল্যাগ স্ট্যান্ড যুক্ত পাজেরো গাড়ি। যার রেজিঃ নং-চট্টমেট্রো-ঘ-১১-০২৮৯। কিন্তু গাড়ির পেছনের নাম্বার প্লেটটি বিআরটিএ’র লোগোযুক্ত। তবে সামনের নাম্বার প্লেটটি হাতে লেখা। গাড়ি তল্লাশি করে পুলিশ প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় মোঃ জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। সে চট্টগ্রামের কালুরঘাট এলাকার জালাল আহম্মদের ছেলে। তাদের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফস্থ জাহালিয়া পাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কক্সবাজার ও টেকনাফ থানা এলাকা হইতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে চট্টগ্রাম শহরে বিক্রয়ের জন্য নিয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দেয়ার জন্য আসামিরা সরকারী স্টিকার ও ভিআইপি ফ্ল্যাগ স্ট্যান্ড নিজেরাই গাড়িতে সংযুক্ত করে। এতে আইনশৃঙ্খলা বাহিনী গাড়ি আটক করতে সাহস করবে না বলে তাদের ধারণা এমন তথ্য দিয়েছে। এই বিশেষ কৌশলে আসামিগণ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।
×