ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুণ্যার্থী নিহত

প্রকাশিত: ০৪:৫৭, ২৬ মার্চ ২০১৮

সিদ্ধিরগঞ্জে সড়ক  দুর্ঘটনায় পুণ্যার্থী  নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরের লাঙ্গলবন্দের স্নানোৎসবে যাওয়ার পথে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে অরুণ চন্দ্র দাস (৬০) নামে এক পুণ্যার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায়। অরুন চন্দ্র দাসসহ ৬০ পুণ্যাথী শরীয়তপুর থেকে রিজার্ভ একটি মিনিবাস যোগে বন্দরের লাঙ্গলবন্দের স্নানোৎসবে যাচ্ছিলেন। সকাল ৭টার সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এসে যানজটে আটকে পড়েন। এ সময় অরুন চন্দ্র দাসসহ কয়েক পুণ্যার্থী রাস্তার পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নেমে আসেন। দৌড়ে বাসে উঠতে গিয়ে অরুন চন্দ্র দাস তাদের বহনকৃত মিনিবাসেই পেছনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। . ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, জেলার বালিয়াডাঙ্গীতে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে সফির উদ্দীন (৪০) নিহত হয়েছে। রবিবার সকাল ১০টার সময় উপজেলার ডাঙ্গীবাজারের পার্শ্বে নহনা নদীর ব্রিজে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সফির উদ্দীন উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সে লাহিড়ী বাজারের কাঠের তৈরি আসবাবপত্র বিক্রেতা ছিল।
×