ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী চাকরিতে কোটা বহাল ॥ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ মার্চ ২০১৮

সরকারী চাকরিতে কোটা বহাল ॥ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার ॥ সরকারী চাকরিতে বিদ্যমান ৩০ শতাংশ কোটা বহাল রাখার ঘোষণায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। সংগঠনের এক বিবৃতিতে চাকরি পরীক্ষার শুরু বা প্রিলিমিনারি থেকে ৩০ শতাংশ কোটা শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বহাল থাকার ঘোষণা দিয়ে আবারও প্রমাণ করেছেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের আশা-আকাক্সক্ষার শেষ আশ্রয়স্থল। তিনিই একমাত্র মুক্তিযোদ্ধাবান্ধব প্রধানমন্ত্রী। তাঁর হাতেই দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
×