ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে ত্রিদেশীয় মহিলা ক্রিকেট সিরিজ

প্রকাশিত: ০৬:৪০, ২২ মার্চ ২০১৮

মুম্বাইয়ে ত্রিদেশীয় মহিলা ক্রিকেট সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ মুম্বাইয়ে আজ থেকে শুরু হচ্ছে প্রমীলা ত্রিদেশীয় টি২০ সিরিজ। স্বাগতিক ভারতের সঙ্গে যেখানে আছে নারী ক্রিকেটের দুই সুপার পাওয়ার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ফাইনালসহ রাউন্ড রবিন লীগভিত্তিক সাত ম্যাচের সবকটিই হবে স্থানীয় বালবোর্ন স্টেডিয়ামে। বুধবার সেখানেই ট্রফি হাতে হাসি মুখে পোজ দেন ভারত প্রমীলা অধিনায়ক হারমানপ্রিত কাউর (মাঝে), অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্বে থাকা মেগ ল্যানিং ও ইংল্যান্ডের হিথার নাইট। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে তিনজনই নিজ নিজ দলের বড় তারকা। লীগপর্বে প্রতিটি দল দু’বার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দলের মধ্যে ফাইনাল ৩১ মার্চ। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপরই রয়েছে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। তবে সাম্প্রতিক সময়ে উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতও চমৎকার খেলছে। এই মুহূর্তে প্রমীলা টি২০ ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দু’দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিউজিল্যান্ড তিন ও ভারত আছে চার নম্বরে। হারমানপ্রিতরা যেহেতু ঘরের মাঠে পরিচিত কন্ডিশনে খেলবেন, সিরিজে তাই এগিয়ে থাকবেন তারা। স্বাগতিক শিবিরে রয়েছে একাধিক বিশ্বমানের স্পিনার ও ব্যাটসম্যান। আর স্পিনে ইংলিশ ও অসিদের দুর্বলতা নতুন নয়। সবমিলিয়ে শক্তিশালী তিন নারী দলের লড়াইটা হয়ে উঠতে পারে বেশ আকর্ষণীয়।
×