ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জাভাদ জারিফের আশাবাদ

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত ইরান

প্রকাশিত: ০৫:৫৭, ২২ মার্চ ২০১৮

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ আশা প্রকাশ করেছেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা প্রস্তুত। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইরানী পররাষ্ট্রমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করল। ওয়াই নেট ও ওয়াশিংটন পোস্ট। মোহাম্মদ জাভাদ জারিফ বলেন, ইরান এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য সৌদি আরবের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত রয়েছে। যদি সৌদি আরব সরাসরি বিরোধিতা চায় তবে মৃত্যু ছাড়া এর থেকে মুক্তির আর কোন পথ নেই। যখন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ইয়েমেন সঙ্কট নিরসনে ইরান সফরে যান তখনই তেহরান সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার কথা জানিয়েছিল। তবে তাদের সে প্রস্তাবে কোন রকম প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব। পাকিস্তানের জিও টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে পররাষ্ট্রমন্ত্রী জারিফ এসব কথা জানান। এদিকে পাকিস্তানী কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সৈন্যরা সৌদি বাহিনীকে পাহাড়ী অঞ্চলের যুদ্ধের জন্য প্রস্তুত করতে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে। এটি ইয়েমেন যুদ্ধের কোন অংশ নয়। ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধ করে আসছে। প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তান ও ইরানের মধ্যে সম্পর্ক রয়েছে। সম্প্রতি আঞ্চলিক চুক্তি ও পাকিস্তান নিজেদের অবস্থান পরিবর্তন করে ইরানকে ছেড়ে সৌদি আরবের দিকে ঝুঁকে পড়েছে। যেজন্য ইরান কিছুটা ক্ষুব্ধ। বিশেষ করে পাকিস্তানের সাবেক সেনাপ্রধানকে সৌদি নেতৃত্বাধীন ৩৯ জাতি সামরিক জোটের প্রধান করায় ইরানের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। পাকিস্তান সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ ইসলামাবাদকে চবাহার বন্দরের উন্নয়নে অংশীদার হতে আহ্বান জানান।
×