ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়িতে মা সমাবেশ

প্রকাশিত: ০৬:৫৪, ২০ মার্চ ২০১৮

টঙ্গীবাড়িতে মা সমাবেশ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কামারখাড়া ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়টির মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও টেলিফোনে বিয়েকে না বলার আহ্বান জানান। এছাড়া সন্তানদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাতে মায়েদের উদ্বুদ্ধ করা হয়। মতিউর রহমান শেখের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন প্রমুখ। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে দীর্ঘদিনের মাদক ব্যবসা ছেড়ে ছয়জন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদের হাতে তুলে দেয়া হয় নগদ ২০ হাজার টাকা। সেই সঙ্গে ছয়জন মাদক ব্যবসায়ী আলোর পথে ফেরার শপথ নিয়েছেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা তাপস রায় উপস্থিত ছিলেন।
×