ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে উদীচীর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ মার্চ ২০১৮

চট্টগ্রামে উদীচীর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘ঐক্যের সুরে বাঁধো সাম্যের গান’ স্লোগানে শুক্রবার চট্টগ্রামে উদীচী শিল্পীগোষ্ঠীর বিভাগীয় গণসঙ্গীত প্রতিযোগিতা ও সত্যেনসেন গণসঙ্গীত উৎসব শেষ হয়েছে। নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে সকালে উৎসব উদ্বোধন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদ জায়া মুশতারি শফি। উদ্বোধনী বক্তব্যে মুশতারি শফি বলেন, গণসঙ্গীতই উদীচীর সংগ্রামী প্রধান হাতিয়ার। সাংস্কৃতিক বিকাশ ও নাগর জাগরণের মূল ভিত্তি লোকোসঙ্গীত চর্চা, শিক্ষা সাংস্কৃতির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে সংস্কৃতির সৃজনশীল বিকাশ এবং ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ উদীচী নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শিল্পকলার বিভিন্ন মাধ্যমে উদীচী তার বহুমাত্রিক সংগ্রাম অব্যাহত রাখলেও মূলত গণসঙ্গীতই এ সংগঠনের সংগ্রামের প্রধান হাতিয়ার। গণসঙ্গীতের চর্চাকে আরও বিকাশ ও শক্তিশালী করতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. চন্দন দাশ, বিভাগীয় সদস্যসচিব ও কুমিল্লা জেলা সংসদের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রামের সহসভাপতি সুনীল ধর এবং ব্রাহ্মণবাড়িয়া উদীচীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন। উৎসবে একক ও দলীয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গণসঙ্গীত শিল্পী নন্দিতা নন্দী, মৃণালিনী চক্রবর্তী, মালবিতা দাশ, অশোক সেনগুপ্ত, কেশব জিপসি, গার্গি সেন, সৌমা রায়, লৌপা দাশগুপ্তা এবং কান্তা দে। প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ২৮, ২৯ ও ৩০ মার্চ চূড়ান্ত পর্বে ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
×