ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৫৭ শতাংশ ব্যাংকের দর বেড়েছে

প্রকাশিত: ০৪:২৪, ১৯ মার্চ ২০১৮

৫৭ শতাংশ ব্যাংকের দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্যাংকিং খাতের ৫৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠান রয়েছে। রবিবার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টির বা ৫৭ শতাংশের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১১টির বা ৩৬.৬৬ শতাংশের এবং ২টি বা ৬.৬৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে রূপালি ব্যাংকের। ব্যাংকটির শেয়ার দর ১.৮০ টাকা বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১.৬০ টাকা বেড়েছে ব্র্যাক ব্যাংকের। তৃতীয় সর্বোচ্চ ০.৬০ টাকা বেড়েছে স্যোসাল ইসলামী ব্যাংকের। চতুর্থ সর্বোচ্চ ০.৫০ টাকা করে বেড়েছে তিন ব্যাংকের। ব্যাংকগুলো হলো- উত্তরা, মার্কেন্টটাইল ও যমুনা। ৫ম সর্বোচ্চ ০.৪০ টাকা করে বেড়েছে দুই ব্যাংকের। ব্যাংকগুলো হলো- ট্রাস্ট ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। এদিন ১১টি ব্যাংকের শেয়ার দর কমেছে। সর্বোচ্চ কমেছে ডাচ-বাংলা ব্যাংকের। ব্যাংকটির শেয়ার দর কমেছে ১.৪০ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ০.৭০ টাকা কমেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৬০ টাকা কমেছে সিটি ব্যাংকের। চতুর্থ সর্বোচ্চ ০.৫০ টাকা কমেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এদিন ২টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংকগুলো হলো ঃ ঢাকা ব্যাংক ও প্রাইম ব্যাংক। এসিআই মোটরের সঙ্গে ইয়ামাহার চুক্তি সই অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের সহযোগী কোম্পানি এসিআই মোটরসের সঙ্গে ইয়ামাহা মোটরস লিমিটেড একটি চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চুক্তি অনুযায়ী জাপানী ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশেই তৈরি হবে। এই প্রকল্পের আনুমানিক উৎপাদন ক্ষমতা ৫০ হাজার ইউনিট। আর এই প্রকল্প থেকে রাজস্ব আয় হবে ৫০০ কোটি টাকা। উল্লেখ্য, এসিআই লিমিটেডের ৬৭.৫০% শেয়ার রয়েছে এসিআই মোটরস লিমিটেডে।
×