ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতাবিরোধীরা অতীতে দেশের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করেছে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:০০, ১৬ মার্চ ২০১৮

স্বাধীনতাবিরোধীরা অতীতে দেশের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করেছে ॥ অর্থমন্ত্রী

চবি সংবাদদাতা ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের জিডিপির প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। ২০৩০ সালের মধ্যে দেশে দারিদ্র্যবিমোচন সম্ভব হবে। তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে অবৈধ ক্ষমতা দখলদার, মৌলবাদ, জঙ্গী সন্ত্রাসসহ স্বাধীনতাবিরোধী শক্তি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স বিভাগের সিলভার জুবিলি উদ্যাপন অনুষ্ঠানের প্রথম দিনে ‘ফিন্যান্স ফর সাসটেনেইবল গ্রোথ এ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সেমিনার উদ্বোধন করেন চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক গবর্নর ফজলে কবির, অর্থ সচিব মোঃ মোসলেম উদ্দিন চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। বক্তব্য রাখেন ফিন্যান্স বিভাগের সভাপতি ড. শামীম উদ্দিন খান. ড. মোঃ আখতার হোসেন, ড. মোঃ সালেহ জহুর প্রমুখ। বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু মানবিক মিশন ও ভিশন ধারণ করে বিশ্ব দরবারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন। এ মহান নেতার অন্যতম লক্ষ ছিল নির্যাতিত নিপীড়িত জনমানুষের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি অর্জন। জাতির পিতার অসীম সাহস ও ত্যাগ স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক মুক্তি অর্জনের সকল সূচকে বাংলাদেশ অকল্পনীয় উন্নতি ও সমৃদ্ধি অর্জন করেছে, যা বিশ্ববাসীর কাছে রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন জাতীয় উন্নয়নের ভিত্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ টেকসই প্রবৃৃদ্ধি ও উন্নয়নে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চবি ভিসি ড. ইফতেখার চৌধুরী বলেন, বাঙালী বীরের জাতি। জাতিরজনক বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম আন্দোলন, সর্বোপরি একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ জাতি বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে আন্তর্জাতিক এ সেমিনারে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বহন করে বলে উল্লেখ করেন। বাংলাদেশ ব্যাংক গবর্নর বলেন, বিশ্বায়নের এ সময় টেকসই প্রবৃদ্ধি উন্নয়নে তরুণ গ্রাজুয়েটদের জ্ঞান বিজ্ঞান চর্চাসহ প্রযুক্তি উদ্ভাবনে কাজ করতে হবে। এ আন্তর্জাতিক সেমিনারে বিজনেস সেশনে দেশী-বিদেশী শিক্ষক, গবেষকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপিত হয়।
×