ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই জয়ে শীর্ষে ভারত

শ্রীলঙ্কার ৬ উইকেটে পরাজয়

প্রকাশিত: ০৮:১৩, ১৩ মার্চ ২০১৮

শ্রীলঙ্কার ৬ উইকেটে পরাজয়

স্পোর্টস রিপোর্টার ॥ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি ম্যাচে জয় পেয়েছে ভারত। সোমবার তারা ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিক লংকানদের। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই ১৫৩ রান তুলে ফেলে ভারত। এর ফলে ৬ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। তবে ১৫৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি ভারতও। মাত্র ২২ রানেই সাজঘরে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে সুরেশ রায়নার ২৭ এবং লুকেশ রাহুলের ১৮ রান জয়ের পথের দিকে নিয়ে যায় ভারতকে। এরপর মনীষ পান্ডের অপরাজিত ৪২ এবং দীনেশ কার্তিকের ৩৯ রানের সৌজন্যে ১৭.৩ ওভারেই ১৫৩ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ভারতের শার্দুল ঠাকুর। টুর্নামেন্টে দুই জয়ের ফলে শীর্ষস্থানটাও দখল করে নেয় ভারত। তিন ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। আর সমান দুই পয়েন্ট হলেও তিনে অবস্থান করছে বাংলাদেশ। সোমবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর শুরু হয় ভারত-শ্রীলঙ্কার ফিরতি ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লংকানদের বিপক্ষে টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। দুই ম্যাচ নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমালকে ছাড়াই এদিন মাঠে নামে স্বাগতিকরা। ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। মাত্র ৩৪ রানেই প্রথম সারির দুই মূল্যবান উইকেট হারিয়ে ফেলে তারা। শার্দুল ঠাকুরের বলে সুরেশ রাইনার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলকা। আর মাত্র ৩ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন কুসাল পেরেরা। তবে শুরুতেই পথ হারানো শ্রীলঙ্কাকে পথ দেখানোর কাজটা করেন কুসাল মেন্ডিস। বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে এদিন একাই লড়াই করেন তিনি। চাহালের বলে আউট হওয়ার আগে ৩ চার ও ৩ ছক্কায় ৫৫ রানের ঝলমলে এক ইনিংস উপহার দিয়ে যান তিনি। তার অর্ধশতকের সৌজন্যেই ১৯ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলংকা। ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই রোমাঞ্চকর জয় পায় টাইগাররা। সেই জয়ের ফলে এখনও ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
×