ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর আগামী বছর

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ মার্চ ২০১৮

 বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর আগামী বছর

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছর আগস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরে ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলার কথা। আইসিসির ভবিষ্যত সফর পরিকল্পনা (এফটিপি) অনুসারে সেটাই ছিল সূচীতে। কিন্তু এ সফরটি নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই ধোঁয়াশার তৈরি হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) গড়িমসির কারণে। অবশেষে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন আগামী বছর সফরটি হবে। সিএ এমনটাই জানিয়েছে। গত বছর বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খেলে গেছে ২ টেস্টের সিরিজ। সেটাও ছিল ২০১৫ সালের সফর। কিন্তু নানাবিধ সমস্যার কথা জানিয়ে অবশেষে বাংলাদেশ সফর করে তারা। ফিরতি সফরে আগামী আগস্টে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে এ বছর নয়, টাইগাররা ব্র্যাডম্যানের দেশে যাবে আগামী বছর। সোমবার তথ্যটি নিশ্চিত করে বিসিবি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়া আমাদের জানিয়েছে, ওরা আগামী বছর আমাদের সময় দেবে।’ প্রায় দেড় যুগ আগে টেস্ট মর্যাদা পেলেও অস্ট্রেলিয়ায় মাত্র দু’বার সফর করেছে বাংলাদেশ। ২০০৩ সালে প্রথম সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছিল টাইগাররা। পাঁচ বছর পরের সফরে টেস্ট খেলার সুযোগ হয়নি, তিনটি ওয়ানডে খেলে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশ সফর নিয়েও কম টালবাহানা করেনি অস্ট্রেলিয়া। নিরাপত্তা না পাওয়ার শঙ্কায় ২০১৫ সালের অক্টোবরে নির্ধারিত সফর বাতিল করেছিল তারা। একই কারণে পরের বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ-১৯ বিশ্বকাপেও অংশ নেয়নি। গত বছরের আগস্টে অবশ্য দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া এসেছিল, তবে তিন দফা নিরাপত্তা পর্যবেক্ষণের পর।
×