ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ফের জনসভা করার ঘোষণা দিল বিএনপি

প্রকাশিত: ০৫:৩২, ১৩ মার্চ ২০১৮

রাজধানীতে ফের জনসভা করার ঘোষণা দিল বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে আবারও জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। প্রথম দফায় তারা ১২ মার্চ রবিবার জনসভায় করার ঘোষণা দেয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোন প্রকার অনুমতি না পাওয়ায় সেই জনসভা তারা করতে পারেনি। দ্বিতীয় দফায় সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় করার ঘোষণা দেন। এছাড়াও ঢাকার বাইরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে ১৫ মার্চ, বরিশালে ২৪ মার্চ এবং রাজশাহীতে ৩১ মার্চ জনসভা করার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা আশা করি, সরকার এসব জনসভা অনুষ্ঠানে সহযোগিতা করবেন। যাতে করে দেশে একটি গণতান্ত্রিক অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত দেয়া হচ্ছে। দেশে এখন, এই রাজনীতি কি গোয়েন্দারা চালাচ্ছে? তাদের তথ্যের ওপর ভিত্তি করে একটি বিরোধী দলকে সভা করতে দেয়া না দেয়ার সিদ্ধান্ত নির্ভর করবে। বলেন, কয়েক বছরে গোটা দেশকে রাজনীতি বিবর্জিত করে ফেলা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর কোন অধিকার নেই। দলের নেতাদের মিথ্যা মামলায় হেয়প্রতিপন্ন করা হচ্ছে। কারাগারে নেয়া হচ্ছে। সাধারণ মানুষের অধিকার বলতে কিছু নেই বলে উল্লেখ করেন তিনি। আগের দুই দফা আবেদনে সাড়া না দেয়ায় সরকারের সমালোচনা করে এ সময় তিনি আরও বলেন, আমরা সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করছি, ক্ষোভ প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি। তবে আমরা কোন প্রতিবাদ কর্মসূচী না দিয়ে ভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৯ মার্চ সোমবার আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি। প্রত্যাশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। বিশেষ যিনি দায়িত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তার কাছে আমরা আশা করব যে, তিনি গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা করেন তাহলে আমাদের জনসভার অনুমতি দেবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেন, শুনলে অবাক লাগে আওয়ামী লীগের নেতাদের কথা যে, বেআইনী কর্মসূচী হলে তো পুলিশ বাধা দেবেই! কোন্টা আইনী, কোন্টা বেআইনী? আপনারা (ক্ষমতাসীন দল) পুরো রাস্তা দখল করে মিছিল করবেন সেটা আইনী। সোহরাওয়ার্দী উদ্যান ও তার পাশেপাশে মিছিল করবেন সেটা আইনী। আর আমরা জনসভা করতে যাব সোহরাওয়ার্দীর ভেতরে সেটা হয়ে যাবে বেআইনী উল্লেখ করেন তিনি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।
×