ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরে যুবক ও শিশু, দিনাজপুরে বন্ধুর হাতে বন্ধু, পাবনায় ছেলের হাতে মা, নারায়ণগঞ্জে শিশু, বাউফলে এক ব্যক্তি ও রাজশাহীতে ভ্যানচালক খুন হয়েছেন। বরিশালে যুবক, সিলেটে গৃহবধূ, নীলফামারীতে ছাত্রী ও ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টা

দুই শিশুসহ সাত খুন ॥ চার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫৮, ১৩ মার্চ ২০১৮

দুই শিশুসহ সাত খুন ॥ চার লাশ উদ্ধার

গাজীপুর গাজীপুরে কালিয়াকৈরের এক বনে গাছের সঙ্গে বেঁধে ও উলঙ্গ করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ সোমবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আনুমানিক ৩৮ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার ভূলুয়া পশ্চিমপাড়া এলাাকায় ঢাকা-রাজশাহী রেলরুটের পাশে বন বিভাগের সামাজিক বনের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় গামছা ও কোমরে রশি দিয়ে বাঁধা এক যুবকের ঙ্গ ও অর্ধবসাবস্থায় ঝুলন্ত লাশ সোমবার সকালে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে। এদিকে গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে গলাকাটা এক শিশুর ক্ষতবিক্ষত লাশ সোমবার উদ্ধার করেছে পুলিশ। লাশটি শিয়াল-কুকুরে খেয়ে ক্ষতবিক্ষত করেছে। আনুমানিক ৭ বছর বয়সের নিহত ওই মেয়ে শিশুটির পরিচয় পাওয়া যায়নি। শ্রীপুর মডেল থানার এসআই মনিরুজ্জামান জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে এক শিশুর ক্ষতবিক্ষত লাশ সোমবার দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে। . দিনাজপুর জুয়ার শত্রুতার জের ধরে বন্ধুর হাতে খুন হলো আরেক বন্ধু। ঘাতক বন্ধুসহ ৬ জন গ্রেফতার। রবিবার রাতে হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম ধরন্দায় জুয়ার পূর্ব শত্রুতার জের ধরে বন্ধু কোরবান আলীর হাতে খুন হয় মিঠুন হোসেন। মিঠুন ধরন্দা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। পুলিশ খুনী কোরবানকে গ্রেফতার করতে সক্ষম হয়। হাকিমপুর থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জানান, রবিবার রাত ৮টার দিকে মিঠুন কয়েকজন সহযোগী নিয়ে ধরন্দা ফকিরপাড়া গ্রামের একটি গুদাম ঘরের পাশে বসে জুয়া খেলছিল। এ সময় কোরবান পেছন দিক থেকে এসে ধারালো দা দিয়ে মিঠুনের ঘাড়ে উপর্যুপরি কোপ দিলে ঘটনাস্থলেই মিঠুন নিহত হন। সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে কোরবানকে জয়পুরহাটের জামালগঞ্জ থেকে গ্রেফতার করে। এ ঘটনায় আরও ৫ জনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। . পাবনা টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে এক পাষা- ছেলে। সোমবার সকালে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঘাসিখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ঘাতক ছেলে মাসুদ রানাকে আটক করে স্থানীয়রা। নিহতের নাম আয়েশা খাতুন (৪৫)। আয়েশা খাতুন গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী। এলাকাবাসী জানিয়েছে, সকালে ঘুম থেকে উঠে মা আয়েশা খাতুনের কাছে টাকা দাবি করে ছেলে মাসুদ রানা। মা তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষুব্ধ ছেলে লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে। এতে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। পরে এলাকাবাসী ঘাতক ছেলে মাসুদকে আটক করে চাটমোহর থানা পুলিশকে খবর দেয়। ঘাতক ছেলে মাসুদ রানা দিনমজুরের কাজ করলেও ঠিকমতো কাজে যেত না। এ নিয়ে পরিবারে মাঝে মধ্যেই ঝগড়া হতো। . নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বন্দরে এলেম (৮) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। অপহরণের ৭ দিন পর সোমবার দুপুরে পুলিশ বাগবাড়ি এলাকায় সিটি কর্পোরেশর ময়লা-আবর্জনার স্তূপ থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত শিশু লাল মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। সে নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। নিহতের পিতার দাবি, তার সৎ মেয়ের স্বামী বিল্লাল হোসেন তাকে (এলেমকে) খুন করেছে। জানা গেছে, বাগবাড়ি এলাকায় সিটি কর্পোরেশনের ময়লা-আর্বজনার স্তূপে প্লাস্টিকের বোতল ও ভাঙ্গারি কুড়াচ্ছিল কয়েকজন শিশু ও লোকজন। এ সময় তারা বস্তাবন্দী এক শিশুর লাশ দেখতে পেয়ে প্রথমে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে ময়লা-আবর্জনার স্তূপ থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। অপহৃত এলেমের পিতা ছেলের লাশটি শনাক্ত করেন। নিহত শিশুর পিতা আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে তার সৎ মেয়ের রুমার জামাই বিল্লাল হোসেন তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নেয়ার পর নিখোঁজ হয়। . বাউফল সিঁদ কেটে ঘরে ঢুকে আবুল কালাম খান (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার বোন রীনা বেগমকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার রাতে বাউফলের মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। আহত রীনাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন রবিবার রাত ১২টার দিকে অজ্ঞাত ৪/৫ জন দুর্বৃত্ত ওই গ্রামের মৃত রাজা খানের (সবুর খানের চাচা) ঘরে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় টের পেয়ে তার মেয়ে রীনা বেগম ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা তার মাথায় ও দুই হাতে আঘাত করে। এরপর হাত-পা ও মুখ বেঁধে দেয়। ওই সময় ঘরের সামনের রুমে ঘুমন্ত অবস্থায় রানীর মেজ ভাই আবুল কালাম খান ধস্তাধস্তির শব্দ পেয়ে তিনিও চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। . রাজশাহী তুচ্ছ ঘটনার জের ধরে রাজশাহীতে বাঁশ দিয়ে পিটিয়ে সিদ্দিকুর রহমান মন্ডল (৩৫) নামের এক ভ্যান চালককে হত্যা করেছে প্রতিবেশী চাচাত ভাইয়েরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর বিমানবন্দর থানার বাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর ওই এলাকার মৃত করিম মন্ডলের ছেলে। এই ঘটনায় নিহতের চাচা আরিফ মন্ডল (৫৮) ও চাচাত ভাই মাহাবুবুর রহমানকে (৩৫) আটক করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। রাজশাহীর বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক রাজিবুল ইসলাম জানান, জমিজমা নিয়ে চাচা ও চাচাত ভাইদের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল ভ্যানচালক সিদ্দিকুর রহমানদের। সোমবার সকালে ভ্যান নিয়ে যাওয়ার সময় মাহাবুবুরের একটি হাঁসের বাচ্চা তার নিচে পড়ে। এ নিয়ে চাচাত ভাই আবদুর রাজ্জাকের স্ত্রী ইরানী ওরফে সালমা বেগম তার স্বামী, দেবর মাহাবুবুর রহমান ও হাবিবুর রহমানকে ডেকে আনে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাঁশ দিয়ে চাচাত ভাই সিদ্দুকুরকে পেটাতে শুরু করে তিন ভাই। এতে সিদ্দিকুর মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যায়। . বরিশাল রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে হামলার পর অপহৃত যুবক আবুল বাশার ওরফে প্রিন্স সিকদারের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিহতের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ এলাকার। মুলাদী থানার ওসি (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার রবিবার সন্ধ্যায় আড়িয়াল খাঁ নদীর কাচিরচর-সাহেবেরচর নতুন ব্রিজ এলাকা থেকে প্রিন্স সিকদারের লাশ উদ্ধার করেছে। নিহত প্রিন্স সাহেবেরচর গ্রামের নেছার উদ্দিন সিকদারের পুত্র। হামলাকারীরা প্রিন্স সিকদারকে হত্যা করে লাশ গুমের জন্য নদীতে ফেলে দিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। . সিলেট বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের শাবান টেংরা গ্রামে গলায় ওড়না পেঁচানো এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সৌদি প্রবাসী জালাল হোসেনের স্ত্রী নূর জাহান সিদ্দিকা রিমা (২৫)-এর ৪ বছরের একটি সন্তান রয়েছে। সোমবার সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের অন্য সদস্যরা তাকে ঘরে গিয়ে ডাকাডাকি করেন। এতে সাড়াশব্দ না পেয়ে রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান পরিবারের লোকজন। বিশ্বনাথ থানা পুলিশ লাশ উদ্ধার করে। . নীলফামারী ধনরানী রায় (১৬) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ওই উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাগডোকরা গ্রামে। ছাত্রীটি এবারে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পুলিশ জানায়, ছাত্রীটি ওই গ্রামের ক্ষীর নারায়ণ ও ঊষা রানীর মেয়ে। সে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে নিজ বসতঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। . ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের সোলতান মেম্বারের বাড়িতে রবিবার রাতে রহস্যজনক কারণে গলায় ফাঁস লাগিয়ে ফরিদ (৪৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত ফরিদ এলাকার সোলতান মেম্বারের তৃতীয় পুত্র। সোমবার সকালে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ফরিদের লাশ উদ্ধার করে।
×