ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ০৪:২৬, ১৩ মার্চ ২০১৮

 বিআরটিএ’র ভ্রাম্যমাণ  আদালতে দুই লাখ ৬৮ হাজার টাকা  জরিমানা আদায়

বিআরটিএ’র চারটি ভ্রাম্যমাণ আদালতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ১৩৭ মামলায় দুই লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায়, চারটি মোটরযান ডাম্পিং এবং ১৩ মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়েছে। রবিবার ও সোমবার ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালতে ঢাকার নতুনবাজার এবং শ্যামলী এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর অধীনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪০ মামলায় ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালতে ইকুরিয়া এবং মানিক মিয়া এভিনিউ এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫৬ মামলায় ১ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, ৪টি মোটরযান ডাম্পিং এবং ১৩ মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালতে ঢাকার মিরপুর এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ মামলায় বারো হাজার টাকা জরিমানা আদায় করা হয়। -বিজ্ঞপ্তি
×