ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের বদলা আর শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর লড়াই আজ

প্রকাশিত: ০৫:১৪, ১২ মার্চ ২০১৮

ভারতের বদলা আর শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানোর লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ত্রিদেশীয় টি২০ আসর নিদাহাস ট্রফি জমে উঠেছে বেশ ভালভাবেই। স্বাগতিক শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশ দুটি করে ম্যাচ খেলেছে এবং তিনটি দলই জিতেছে একটি করে ম্যাচ। পয়েন্ট সমান ২ হলেও অবশ্য এই মুহূর্তে নেট রানরেটে সবচেয়ে ভাল অবস্থানে স্বাগতিক লঙ্কানরা। রাউন্ড রবিন লীগ ভিত্তিক এ আসরে এবার ফিরতিপর্ব শুরু। শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে শুরু হয়েছিল নিদাহাস ট্রফির যাত্রা। সেই ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল লঙ্কানরা। আবার তারা মুখোমুখি হচ্ছে আজ। ভারতের প্রতিশোধ নেয়ার ম্যাচ, আর সর্বশেষ ম্যাচে বাংলাদেশের কাছে বিস্ময়কর পরাজয়ের পর ঘুরে দঁাঁড়ানোর লড়াই শ্রীলঙ্কার। এ ম্যাচে পরাজিত দল নিশ্চিতভাবেই ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা বেকায়দায় পড়ে যাবে। তাই কোন দলই হারতে চাইবে না। কিন্তু এ ম্যাচে অধিনায়ক দিনেশ চান্দিমালকে ছাড়াই নামতে হবে শ্রীলঙ্কাকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। নিদাহাস ট্রফিতে নামার আগে বাংলাদেশ সফর থেকেই অনুপ্রেরণা নিয়ে ফিরেছিল শ্রীলঙ্কা। কারণ নতুন কোচ চান্দিকা হাতুরাসিংহের অধীনে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন, টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এবং টি২০ সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে দেশে ফিরে আসে লঙ্কানরা। এর আগ পর্যন্ত নিজেদের বিপর্যস্ত অবস্থা থেকে যেন ঘুরে দাঁড়ায় তারা। এরই ধারাবাহিকতায় নিদাহাস ট্রফির প্রথম ম্যাচেই ভারতকে পরাস্ত করে তারা সহজেই। অবশ্য নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিসহ ৫ জন নিয়মিত ও অপরিহার্য সদস্যকে ছাড়াই এই আসরে খেলতে নেমেছে। বেশ কিছু উদীয়মান তারকাকে সুযোগ করে দিয়েছে খেলার। এবার তাদের পরীক্ষা দিতে হচ্ছে। সেই পরীক্ষায় অবশ্য দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে উতরে গেছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ৬ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশের বিপক্ষে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পালা। অবশ্য এরচেয়েও জরুরী জয় পাওয়াটাই। কারণ জিতলে ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। কিন্তু হেরে গেলে পড়তে হবে বেকায়দায়। তখন অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশের পরাজয়ের জন্য। এই পরিসংখ্যান আজ দু’দলের জন্যই। স্বাগতিক লঙ্কানরা দারুণ শুরুর পর শনিবার রাতে হেরে যায় বাংলাদেশের কাছে। বাংলাদেশ দল অবিশ্বাস্য জয় তুলে নেয় টি২০ ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে। এর আগে টি২০ ক্রিকেটে কখনও দুই শ’ রানের দলীয় সংগ্রহ ছিল না বাংলাদেশের। কিন্তু এদিন শ্রীলঙ্কার ২১৪ রানও টপকে যায় তারা। এর ফলে এখন স্বাগতিকদের মূল চিন্তা বোলিং বিভাগ নিয়ে। ম্যাচ চলার সময়েই প্রশ্ন উঠেছে স্কোয়াডে থাকা পেসার সুরাঙ্গা লাকমাল ও স্পিনার লক্ষণ সান্দাকানকে নিয়ে। দুই ম্যাচেই বসিয়ে রাখা হয়েছিল এ দুই ক্রিকেটারকে। বাংলাদেশের কাছে পরাজয়ের পর অবশ্য এখন পরিবর্তনের হাওয়া লাগতেই পারে লঙ্কান একাদশে। আজ ফিরতি লড়াইয়ে ভারতের বিপক্ষে অন্তত দু’টি পরিবর্তন দেখা যেতে পারে তাদের স্কোয়াডে। আর সেটা বোলিং বিভাগেই। কারণ দুই ম্যাচেই ব্যাটসম্যানরা দারুণ নৈপুণ্য দেখিয়ে কোচ হাতুরাসিংহের সন্তুষ্টি অর্জন করেছেন। এবার বোলিং বিভাগটাকে নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করবেন তিনি নিশ্চিতভাবেই। যেহেতু ভারত সর্বশেষ ম্যাচ জিতে এখন কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, তাই লঙ্কানদের মরণ কামড় দেয়ার জন্য উঠেপড়েই লাগবে তারা। আর চান্দিমালকে ছাড়া শক্তি আরেকটু খর্ব হবে তাদের। আর ভারতের ব্যাটসম্যানরাও বেশ ফর্মে আছেন। বিশেষ করে ওপেনার শিখর ধাওয়ান এই মুহূর্তে ফর্মের তুঙ্গে। লঙ্কান বোলিং বিভাগের মূল পরীক্ষাটা তার বিরুদ্ধেই। আর ভারতের নবীন বোলাররা দুই ম্যাচে দুইরকমের নৈপুণ্য দেখিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করেছেন বিজয় শঙ্কর, উনাদকাটরা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আজ দুরন্ত লঙ্কান টপঅর্ডারের বিপক্ষে ভাল করার শক্তি হিসেবে কাজে লাগতে পারে। পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট শ্রীলঙ্কা ২ ১ ১ ২ +০.২৯৭ ভারত ২ ১ ১ ২ -০.০৩৫ বাংলাদেশ ২ ১ ১ ২ -০.২৩১
×