ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৪, ১২ মার্চ ২০১৮

ছাত্রলীগ নেতা  হত্যার বিচার  দাবিতে  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন হত্যাকা-ের প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা। রবিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়। সচেতন ছাত্র সমাজের ব্যানারে ডাকা এই মানববন্ধন ও সমাবেশে জেলা এবং মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেয়। এ সময় শাওন হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। অন্যথায় শাওন হত্যাকারীদের গ্রেফতারে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচী দেয়ার ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি মধ্যরাতে ময়মনসিংহ নগরীর গোলপুকুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শাওন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। . নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সকল শিক্ষাঙ্গনে সুস্থ শিক্ষার উপযুক্ত পরিবেশ এবং ছাত্রদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছাত্র শ্যামল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রবিবার নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল সাধারণ শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শ্যামল ওই ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিল। এদিন বেলা সাড়ে ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে এ মানববন্ধন পালন করে। তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী প্রমুখ।
×