ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ১১

প্রকাশিত: ০৫:১৯, ১১ মার্চ ২০১৮

গাইবান্ধায় দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ১১ জন নিহত হয়েছেন। অন্যত্র মারা গেছেন আরও একজন। এর মধ্যে পলাশবাড়িতে ট্রাক উল্টে ৭ জন, একই সড়কের ট্রাক্টর ও বাসের সংঘর্ষে ৩ জন এবং নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে মারা গেছেন এক চালক। শনিবার এসব দুর্ঘটনা ঘটে। খবর নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, রংপুর-বগুড়া মহাসড়কে পলাশবাড়ি উপজেলা জুনদহ ও একই সড়কে বাসস্ট্যান্ডের সরকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শনিবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ২০ জন আহত হয়। একজন শিশু নিখোঁজ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় ঢাকা থেকে রংপুরগামী রড সিমেন্ট ও এঙ্গেল বোঝাই দ্রুতগতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা হঠাৎ করেই উল্টে যায়। ফলে ওই ট্রাকের উপর বসা ও সড়কে চলাচলকারী যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুই মহিলাসহ ৭ জন নিহত হয় ও ১৩ জন আহত হয়। নিহতরা হলেন রেজিয়া আকতার (৬৫), মারুফা বেগম (৩৫), মোতাহার হোসেন (৪৫) ও ফরহাদ হোসেন (২০)। এদের মধ্যে ফরহাদ হোসেনের বাড়ি নীলফামারী জেলার শিবপুরের উত্তর সিঙ্গেরগাড়ি। অপর তিনজনের বাড়ি নীলফামারীর সদর উপজেলার আকতারপাড়া গ্রামে। নিহত অপর তিনজনের পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ফায়ার বিগ্রেডের ও পলাশবাড়ি থানা পুলিশ দুটি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করে এবং উল্টেপড়া ট্রাকসহ নিচে চাপাপড়া লাশগুলো উদ্ধার করে। তবে নিখোঁজ শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। অপরদিকে একই মহাসড়কে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডের সরকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়িগামী শ্রমিকবাহী একটি ট্রাক্টর ও রংপুর থেকে বগুড়াগামী এস.এন ট্রাভেলস্ যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত এবং গুরুতর আহত অজ্ঞাত পরিচয় একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। সে সময় ৭ জন আহত হয়। পলাশবাড়ি থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়। ঘটনাস্থলে নিহত শ্রমিকরা হলেন- গোবিন্দগঞ্জের রুদ্রনগর গ্রামের কামাল হোসেনের ছেলে জাকির হোসেন (২৫), শুটকু মিয়ার ছেলে খসরু (২৩) ও সাদেকুর রহমানের ছেলে রাজু মিয়া (২৬) এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হয় আবু বক্কর (৪০)। এছাড়া গুরুতর আহত গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের আব্দুর রশিদ, নাজমুল হক, স্বাধীন মিয়া, আতোয়ার রহমান, রাসেল মিয়া, আছমা বেগম ও শফিক মিয়া আশঙ্কাজনক অবস্থায় পলাশবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়িগামী একটি ছোট হ্যান্ড ট্রাক্টরে নির্মাণ শ্রমিকরা পলাশবাড়ি আসছিল। ট্রাক্টরটি পলাশবাড়ির সরকার পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ওই বাসটির ডানপাশের একটি চাকা হঠাৎ করেই পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক্টরের উপর ওঠে পড়লে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। ট্রাক্টরের ড্রাইভার পলাতক রয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারকে মৃতদেহ সৎকারের জন্য জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা প্রদান করেন। নাটোর ॥ নাটোর জেলা প্রশাসকের বাসভবনের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে শনিবার ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও দুইজন আহত হয়েছে। আহত দু’জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালক হাসান মোল্লা কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার খেমিরদিয়ার ভাটোপাড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের জেলা প্রশাসকের বাসভবনের সামনে বগুড়া থেকে নাটোরগামী একটি আলু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসান মোল্লা নিহত হয়। আহত হয় অপর দু’জন। যশোরে ট্রাকচাপায় ২ বোন নিহত ॥ স্টাফ রিপোর্টার, বেনাপোল থেকে জানান, যশোরের শার্শায় বালুবাহী ট্রাকের চাপায় স্কুলগামী দুই বোন নিহত হয়েছে। শনিবার সকালে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া বাজারের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার বাগুড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ফাতিমা খাতুন (১২) ও আলমগীর হোসেনের মেয়ে জেরিন (১১)। তারা সম্পর্কে মামাত ফুফাত বোন। এ সময় জেরিনের বাবা বাগআঁচড়া কলেজের প্রভাষক আলমগীর হোসেনও (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফাতিমা খাতুন বাগআঁচড়া বালিকা বিদ্যালয়ের সপ্তম এবং জেরিন একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতো সকালে আলমগীর হোসেন মোটরসাইকেলে তাদের স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় বালুবাহী একটি ট্রাক (যশোর-ট-১১-৪১৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতিমা ও জেরিন মারা যায়। নাভারণ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক পলিটন মিয়া জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও তার চালক ও সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। এদিকে দুর্ঘটনার খবর শুনে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্কুলছাত্রী দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুরে নিহত ২ ॥ স্টাফ রিপোর্টার জানান, গাজীপুরে শনিবার পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থীসহ বাসচাপায় এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। নিহত ফারিয়া তাসনিম (১৮) গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটিটের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোফাচ্ছল হকের মেয়ে। এবং বাস চাপায় নিহত গার্মেন্টস শ্রমিক ইকবাল হোসেন সরকার (৪০) গোপালগঞ্জ সদর উপজেলার খালিয়া গ্রামের আলালউদ্দিনের ছেলে। জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক এসএম রকিবুল হক ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ফারিয়া বিলাশপুর এলাকায় ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, নিহত ইকবাল শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকার তাকওয়া ফেব্রিক্স কারখানার শ্রমিক। চাকরির পাশাপাশি সে ছুটিতে ঝালমুড়ি বিক্রি করত। শনিবার সকালে কারখানায় রাতের শিফটে কাজ থাকায় সকালে ঝালমুড়ি বিক্রি করতে বের হয়। মহাসড়কের আনসার রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাওনা চৌরাস্তাগামী প্রভাতী-বনশ্রী পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
×