ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইনী ব্যবস্থা নিচ্ছে উয়েফা

প্রকাশিত: ০৭:২২, ১০ মার্চ ২০১৮

আইনী ব্যবস্থা নিচ্ছে উয়েফা

স্পোর্টস রিপোর্টার ॥ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ওপর আগে থেকেই ঝুলছিল ফিনান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) খড়গ। এবার তার সঙ্গে যুক্ত হলো উগ্র সমর্থকদের বেপরোয়া কা-। সব মিলিয়ে কঠিন সময়ই পার করছে নেইমারের ক্লাব। উগ্র সমর্থকদের কারণে ফরাসী জায়ান্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিচ্ছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে পড়েছে পিএসজি। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচের আগে ও পরে পিএসজি সমর্থকরা উশৃঙ্খল হয়ে ওঠেন। মাঠ ও মাঠের বাইরে আতশবাজি ফাটানো, খেলা চলাকালে আগুনের ফুলকি তৈরি করে মাঠে নিক্ষেপ করা, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের হোটেলের বাইরে চিৎকার-চেঁচামেচি করাসহ বিভিন্ন আপত্তিকর কা- করে ফরাসী ক্লাবটির সমর্থকরা। যা উয়েফার নীতিমালার অনুচ্ছেদ-১৬ পরিপন্থী। এসব কারণে উয়েফার প্রশ্নের সম্মুখীন হয়েছে পিএসজির আয়োজক কমিটি। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে উয়েফা। শুধু তাই নয়, ম্যাচ চলাকালে রিয়ালের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে গ্যালারি থেকে বোতলও ছুড়ে মারা হয়। পিএসজির এই উগ্র সমর্থকদের আচরণে দুবার ম্যাচও বন্ধ করেছিলেন রেফারি। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রাও অভিযোগের তীর ছুড়েছেন পিএসজির উগ্র সমর্থকদের দিকে। সমর্থকদের কারণে এর আগেও নিষেধাজ্ঞা পেয়েছিল পিএসজি। আবারও একই ঘটনার পুনরাবৃত্তিতে বড় জরিমানা গুনতে হবে পিএসজিকে। সমর্থকদের ওপরও নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খড়গ।
×