ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলসাগর গ্রুপ টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন এসসিসি

প্রকাশিত: ০৭:১৯, ১০ মার্চ ২০১৮

নীলসাগর গ্রুপ টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন এসসিসি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলসাগর গ্রুপ টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর ক্রিকেট ক্লাব (এসসিসি)। ৪ রানে আইজিএস ক্রিকেট একাডেমি কামাল কাছনা রংপুরকে হারিয়ে শিরোপা জিতে সৈয়দপুর ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আইজিএস ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট হাতে নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে সৈয়দপুর ক্রিকেট ক্লাব। জবাবে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে আইজিএস। জয়ী দলের কোচ হিসেবে শাবাহাত আলী ও অধিনায়ক হিসেবে জায়েদী এবং রানার্সআপ দলের কোচ হিসেবে হাসানুজ্জামান ও অধিনায়ক হিসেবে রনি দায়িত্বে ছিলেন। খেলা শেষে বিকালে প্রধান অতিথি থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রপি তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া, সচেতন নাগরিক কমিটির সভাপতি সফিকুল আলম ডাবলু ও জেলা চেম্বারের সভাপতি মারুফ জামান কোয়েল উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টটি শুরু হয়। নীলফামারী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঢাকা জেলাসহ ১২টি দল এতে অংশ নেয়। চার গ্রুপে ১২টি দল অংশগ্রহণ করেছিল।
×