ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাশিয়া জড়িত থাকলে কঠোর ব্যবস্থা ॥ বরিস জনসন

প্রকাশিত: ০৫:২৮, ৮ মার্চ ২০১৮

রাশিয়া জড়িত থাকলে কঠোর ব্যবস্থা ॥ বরিস জনসন

ব্রিটেনের উয়িল্ট শায়ার হাসপাতালে সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার কন্যা অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় গত রবিবার থেকে চিকিৎসাধীন আছেন। তাদেরকে হত্যার উদ্দেশে মারাত্মক বিষাক্ত জিনিস প্রয়োগ করা হয়েছিল। রাশিয়ার সামরিক গোয়েন্দা শাখার কর্নেল পদাধিকারী সের্গেই স্ক্রিপাল স্বপক্ষত্যাগ করে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই সিক্স-এর এজেন্ট হিসেবে কাজ করতেন। ডাবল এজেন্ট হিসেবে কাজ করতেন। ডাবল এজেন্ট হিসেবে কাজ করার অপরাধে স্ক্রিপালকে মস্কোতে কারাদ-ে দ-িত করা হয়। পরবর্তীতে বন্দী বিনিময় চুক্তির অধীনে তিনি মুক্তি পেয়ে ব্রিটেনে বসবাস করতে থাকেন। কিন্তু গত রবিবার স্ক্রিপালের ওপর বিষ প্রয়োগের ঘটনায় সবার সন্দেহের দৃষ্টি এখন রাশিয়ার দিকেই নিবদ্ধ হয়েছে। কারণ, রুশ প্রশাসন স্বপক্ষত্যাগীদের বিরুদ্ধে প্রাণঘাতী ব্যবস্থা এর আগেও গ্রহণ করেছিল। এ ধরনের ১৪টি হত্যাকা- এমন সুপরিকল্পিতভাবে করা হয়েছিল যে, হত্যাকারী কোন প্রমাণ রেখে যায়নি। তা সত্ত্বেও ব্রিটিশ প্রশাসন ও জনমনে স্থির বিশ্বাস যে এসব হত্যার পেছনে রুশ প্রশাসনের সক্রিয় তৎপরতা রয়েছে। এবার স্ক্রিপালের ওপর হামলার প্রেক্ষিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন রাশিয়াকে এই মর্মে সতর্ক করে দিয়েছেন যে, যুক্তরাজ্যের মাটিতে কোন নিরীহ মানুষের প্রাণহানির চেষ্টা কোন প্রতিকার ছাড়া মেনে নেয়া হবে না। জনসন মস্কোকে আন্তর্জাতিক আইনের মূল নীতিকে উপেক্ষা করার জন্য অভিযুক্ত করেন। তিনি এ প্রসঙ্গে ক্রিমিয়া ও বিভিন্ন দেশের নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়েও কথা বলেন। হাউস অব কমন্সে এক জরুরী প্রশ্নোত্তর পর্বে বরিস জনসন বলেন, ২০০৬ সালে সাবেক রুশ গোয়েন্দা আলেক্সান্ডার লিট ডিনেনকোর মৃত্যুর কথা আমাদের স্মরণে রাখা উচিত। কেননা, তাকেও রেডিও একটিভ পোলোনিয়াম প্রয়োগ করে হত্যা করা হয়। রাশিয়ার বিরুদ্ধে বিদেশে বিশেষ করে ব্রিটেনে মানুষ হত্যার বিষয়টি যদি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তবে আমাদের সরকার জনজীবনকে সুরক্ষা দিতেÑ যা প্রয়োজন তার সব ব্যবস্থাই গ্রহণ করবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় ভøাদিমির পুতিন সরকারকে ক্ষতিকর ও সংহতি বিনাশক আখ্যা দিয়ে বলেন, যদি প্রমাণিত হয়, স্ক্রিপালের ওপর হামলার পেছনে রুশ সরকার দায়ী তবে দেশটির বিরুদ্ধে কঠোরতর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা হবে।
×