ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে তিন নৌ ডাকাত র‌্যাবের হাতে গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪৮, ৭ মার্চ ২০১৮

সাভারে তিন নৌ ডাকাত র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকার সাভারের কাউন্দিয়ার তুরাগ নদীর পশ্চিম পাড়ের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন নৌ-ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মন্টু (২৮), লিয়াকত (৪৩), শাহীন (৩৪)। এ সময় র‌্যাব সদস্যরা ডাকাতির কাজে ব্যবহƒত একটি ইঞ্জিন চালিত ট্রলার উদ্ধার করে এবং ট্রলার থেকে ১৬টি তেলের জেরিকেন পাওয়া যায়। গ্রেফতারকৃত নৌ-ডাকাতদের স্বীকারোক্তির ভিত্তিতে সুদূরটেক ও বুড়িরটেক এলাকার দুটি বাড়িতে অভিযান চালিয়ে লুণ্ঠিত ৭টি জেরিকেন, ১টি ওয়ালটন ফ্রিজ, ৭টি ওয়াল ফ্যান, ৫টি টর্চ লাইট, ১টি এলপি গ্যাসের সিলিন্ডার, ৩ বস্তা চাল, ১ বস্তা আটা, ১৫ লিটার সয়াবিন তেল, ১৭টি বিভিন্ন মডেলের মোবাইল ফোনসহ জাহাজ হতে লুণ্ঠিত বিভিন্ন মালামাল উদ্ধার করে। এ সময় বুড়িরটেকের উল্লেখিত বাড়ি হতে ডাকাতির কাজে ব্যবহƒত বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়। সোমবার রাতে র‌্যাব-১১ সদস্যরা এ অভিযান চালায়। মঙ্গলবার রাত সোয়া ৮টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ের সিনিয়র এএসপি শেখ বিল্লাল হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, নারায়ণগঞ্জ সদর থানার গোচরে অবস্থিত ওরিয়ন গ্রুপের ডিজিটাল পাওয়ার প্লান্টের কাছে ধলেশ¡রী নদীতে নোঙ্গর করে থাকা একটি জাহাজে সংঘবদ্ধ নৌ-ডাকাত দল বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হানা দেয়। তারা জাহাজের মাস্টারসহ অন্যদের মারধর করে এবং জাহাজের কর্মচারীদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন, জাহাজের বিপুল পরিমাণ তেল, রেফ্রিজারেটর, ওয়াল ফ্যান, খাবার সামগ্রীসহ আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে জাহাজের মাস্টারসহ কয়েকজন গুরুতরভাবে আহত হয়। এ ঘটনায় জাহাজের মালিক পক্ষ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করে। গ্রেফতারকৃত ডাকাতরা উক্ত ডাকাতির সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
×