ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিল ফুটবলারদের জন্য বিলাসবহুল আবাসন

প্রকাশিত: ০৬:২৮, ৭ মার্চ ২০১৮

ব্রাজিল ফুটবলারদের জন্য বিলাসবহুল আবাসন

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপ-২০১৮ ক্রমেই এগিয়ে আসছে। এখন রাশিয়ায় গিয়ে নিজেদের অবস্থানের বিষয়টি নিশ্চিত করছে অংশগ্রহণকারী দলগুলো। নিজেদের জন্য বিলাসবহুল সৈকত ঘেঁষা হোটেলে অবস্থান ঠিকঠাক করে ফেলেছে অন্যতম ফেবারিট ব্রাজিল। এক ঝাঁক সুপার স্টারসমৃদ্ধ দলটির ফুটবলাররা থাকবেন স্ট্যালিনের নির্মিত সোভিয়েত রিভিয়েরাতে। স্ট্যালিন এটি নির্মাণ করেছিলেন কম্যুনিস্ট পার্টির উচ্চপদস্থ শ্রেণীর নেতৃবৃন্দের জন্য। পাঁচ তারকা মানের সুইস হোটেল সোচি ক্যামেলিয়া। এর এক পাশে কৃষ্ণ সাগর এবং আরেক পাশে আছে একটি ফার ও পাম বৃক্ষের বিশাল মানব নির্মিত বন। বিশাল সিংহদ্বারের ভেতরে মূল হোটেল। এর মূল দরজার পাহারায় আছে সশস্ত্র প্রহরী। ফলে ভক্ত-সমর্থকদের ভিড় আর সংবাদ মাধ্যমের কাছ থেকেও আড়ালে বেশ স্বাচ্ছন্দ্যেই সময় কাটানো সম্ভব। সবদিক বিবেচনা করেই এই হোটেলে থাকবেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। এর ভেতরের চত্বরটি ঝকমকে মার্বেল পাথরে তৈরি যা সবসময় দারুণ এক দ্যুতি ছড়াচ্ছে। লবিতে আছে বিভিন্ন রং-বেরংয়ের মূল্যবান পাথরে মোড়া কৃত্রিম জলপ্রপাত, রক্তাভ-কমলা রংয়ের সূর্যাস্তের আলো বিশালাকৃতির প্রতিটি কক্ষে প্রবেশ করে ঝলমলিয়ে তোলে বিচ্ছুরণে, আঁধার নামলেও ছাদে ঝুলন্ত বড় বড় ক্রিস্টালের ঝাড়বাতি থেকে ঠিকরে পড়বে চোখ ধাঁধানো আলো। হোটেলের ম্যানেজার গ্রেগরি গ্রেগোরিয়েভ দাবি করেছেন যে আকর্ষণীয় ও মোহনীয় পরিবেশ তৈরি করা হয়েছে তাতে করে ৫ বারের চ্যাম্পিয়নরা অত্যন্ত উপভোগ্য সময় কাটাতে পারবেন। সেটা তাদের দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনেও বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘তাদের সুখী ও চিন্তামুক্ত রাখার জন্য আমরা সম্ভব সবকিছুই করব। আমরা তাদের এমন আতিথেয়তা দেব যাতে করে আবার বিশ্বকাপ জয়ের জন্য তা সহায়ক ভূমিকা পালন করে।’ উচ্চমানের এই রিসোর্টটি রাশিয়ার সবচেয়ে উষ্ণতম, যদিও চারদিকে বরফ মোড়ানো পরিবেশ। পর্বতমালাগুলোর চূড়ায় সবসময় থাকে বরফের কুঁচি। এ কারণেই সোচি ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক আয়োজক হতে পেরেছিল। এখানে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার অবসরকালীন কার্যক্রম চালান বিভিন্ন দেশের আগত প্রধানরা।
×