ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপের উত্তাপ শুরু বাংলাদেশে!

প্রকাশিত: ০৬:৪৫, ৬ মার্চ ২০১৮

রাশিয়া বিশ্বকাপের উত্তাপ শুরু বাংলাদেশে!

স্পোর্টস রিপোর্টার ॥ সন্দেহাতীতভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবল বিশ্বকাপ সবার কাছে পরম আকাক্সিক্ষত। প্রতি চার বছর পর পর বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর বসে। নিজ দেশ অংশ নিতে পারুক আর না পারুক বিশ্বের প্রতিটি দেশ বিশ্বকাপ দেখতে মুখিয়ে থাকে। আগামী ১৪ জুন রাশিয়ায় বসবে ২১তম ফিফা বিশ্বকাপ। বাংলাদেশের মানুষের এ নিয়ে উন্মাদনা, আগ্রহের কমতি নেই। এবার রাশিয়া বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে তিনটি টেলিভিশন। পদাধিকার বলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙা টেলিভিশন ও সম্প্রচারের অপেক্ষায় থাকা নাগরিক টিভিতে বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবে এদেশের ১৬ কোটি মানুষ। সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আয়োজকরা। এই চ্যানেগুলোতে সম্প্রচারের জন্য স্বত্ব¡ ক্রয় করেছে যাদু মিডিয়া লিমিটেড, কে-স্পোর্টস, জিরকন ও মিডিয়াকম লিমিটেড নামে চারটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ফিফা সদস্য মাহফুজা আক্তার কিরণ, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ অনেকে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশন ও মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, যাদু মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার, কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম, জিরকন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্পর্শ আরেফিন ও মিডিয়াকম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। অনুষ্ঠানের শুরুটা হয় চমক দিয়ে। হোটেলের জায়ান্ট স্ক্রিনে শুরুতেই দেখানো হয় কিভাবে বিগত বিশ্বকাপগুলো সম্প্রচার করা হয়। দেখানো হয় বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনার চিত্র। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশন ও মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্ট বলেন, আমরা কখনও বিশ্বকাপে খেলব কিনা জানি না। তবে আমাদের দেশে বিশ্বকাপের সমর্থক, উন্মাদনা সবচেয়ে বেশি। দেশে না থাকলেও ভিডিও বার্তায় সবার প্রতি শুভকামনা জানান যাদু মিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুমানা হক (প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী)। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার বক্তব্যে ফুটবল নিয়ে অনেক স্মৃতিচারণ করেন। ষাটের দশকে ফুটবল মাঠে গোলরক্ষক হিসেবে কৃতিত্বের সঙ্গে খেলেন কুষ্টিয়ার এই রাজনীতিবিদ। সবশেষ খেলেছিলেন ঢাকা মোহামেডানের হয়ে। তথ্যমন্ত্রী চার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
×