ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত: ০৬:২৮, ৬ মার্চ ২০১৮

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ শিক্ষাবিদ মুক্তমনা লেখক ড. জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে বিভিন্ন সংগঠন। এ সময় বক্তারা অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। পাবনা ॥ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পাবনার সাংস্কৃতিক কর্মীরা। সোমবার দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়েজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনা সম্মিলিত সাংস্কৃকিক জোটের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আব্দুল হাই হাদী প্রমুখ। কুষ্টিয়া ॥ ড. জাফর ইকবালের ওপর বর্বরোচিত হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতাত্তোর থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ধারাবাহিকভাবে দেশ বরেণ্য মুক্ত চিন্তার মানুষের ওপর বর্বর হামলা ও হত্যাকা- ঘটিয়ে যাচ্ছে। রংপুর ॥ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও কবিতা পাঠ করেছে সম্মিলিত লেখক সমাজ রংপুর। সোমবার বেলা ১১টায় টাউনহল চত্বরের সামনে বর্বরতা নিপাত যাক, মুক্ত চিন্তা মুক্তি পাক এই শ্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন ও কবিতা পাঠের আয়োজন করে। সাহিত্য পত্রিকা মৌচাকের প্রধান উপদেষ্টা প্রবন্ধকার রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহিত্যিক প্রফেসর শাহ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রথীস চন্দ্র ভৌমিক বাবু সোনা, রংপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি আফতাব হোসেন, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু প্রমুখ। ইসলামী বিশ্ববিদ্যালয় ॥ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর দুর্বৃত্তের ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান প্রমুখ। সিরাজগঞ্জ ॥ ড. জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে সাংস্কৃতিক ফোরাম। সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্পাদক গাজী আব্দুল বারী শেখ, আব্দুস সামাদ তালুকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় পরিষদ সদস্য এ্যাড. মাহবুব এ খোদা টুটুল সহ-সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি হাফিজুর রহমান সামাদ প্রমুখ।
×