ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ সমাবেশে হুশিয়ারি

কালো হাত দ্রুত ভেঙ্গে দাও

প্রকাশিত: ০৬:১৬, ৫ মার্চ ২০১৮

কালো হাত দ্রুত ভেঙ্গে দাও

জনকণ্ঠ ডেস্ক ॥ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাবিদ ও সাহিত্যিক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা অংশ নেন। তারা প্রগতির বিরুদ্ধে গজিয়ে ওঠা কালোহাত দ্রুত ভেঙ্গে দেয়ার আহ্বান জানান। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতাদের। . চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারীদের বিচার দাবিতে রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার বলেন, জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ঘৃণা, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রগতির বিরুদ্ধে যে কালোহাত রয়েছে তা ভেঙ্গে দিতে হবে। যদি ওদের দ্রুত বিচার নিশ্চিত করা যায় তবেই এ ধরনের ঘটনা কমে আসবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হুদা বলেন, চবি প্রশাসনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। জাফর ইকবাল মুক্তচিন্তার একজন ধারক। উগ্রবাদ ও মৌলবাদকে যারা উস্কে দেয়, যে ছেলেটা এত নিরাপত্তার ভেতরেও হামলা করার সাহস করেছে, এদের নেপথ্যের নায়কদের নির্মূল করতে হবে। শিক্ষক সমিতির আয়োজনে সহকারী অধ্যাপক মাধব দীপের পরিচালনা ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিহির কুমার সরকারের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। . সাতক্ষীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন শহরে বিক্ষোভ মিছিল ও সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তরা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। . মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ড. জাফর ইকবালের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাধে মানববন্ধন হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলার সামনে এ মানববন্ধন হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারী হরগঙ্গা কলেজের শিক্ষক সমিতির সম্পাদক সফিকুল ইসলাম, আলোর প্রতিমা সভাপতি মাহাবুব আলম জয়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, মুন্সীগঞ্জ থিয়েটার সভাপতি হুমায়ন ফরিদ উপস্থিত ছিলেন। . বরিশাল শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দীপঙ্কর কু-ু, সাধারণ সম্পাদক শম্পা দাস, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নিলীমা জাহান প্রমুখ। . খুলনা ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। পৃথক বিবৃতিতে দুই উপাচার্য ন্যক্কারজনক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আফরোজা পারভীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, প্রফেসর এ কে ফজলুল হক প্রমুখ। . ঠাকুরগাঁও মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পৃথক দু’টি মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার জেলা প্রগতিশীল ছাত্র ফ্রন্ট ও জেলা মহিলা পরিষদের উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ে পৃথক সময়ে এ কর্মসূচি পালন করা হয়। পৃথক মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান, বাসদ নেতা রুবেল ইসলাম, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোঃ হোসেন শান্তি, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর, জেলা উদীচী শিল্পগোষ্ঠীরসহ সভাপতি রেজওয়ানুল হক রিজু প্রমুখ। . রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু এসব কথা বলেন। রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। বক্তব্য দেন দর্শক বিভাগের অধ্যাপক এসএম আবু বক্কর, জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর, সভাপতি ম-লীর সদস্য আনসারুল আলম প্রমুখ। . গাজীপুর শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবালকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়েছে বাংলাদেশের ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ^বিদ্যালয় পরিষদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ প্রফেসর ড. হারুন-অর রশিদ রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্ত চিন্তার মানুষ, প্রথিত যশা বিজ্ঞানী, জনপ্রিয় লেখক ও কলামিস্ট ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যার উদ্দেশে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সংগঠন বাংলাদেশ বিশ^বিদ্যালয় পরিষদ এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। . যশোর জঙ্গীদের এখনও সমূলে মূলোৎপাটন সম্ভব হয়নি। জাফর ইকবালের ওপর হামলা এটাই প্রমাণ করে। রবিবার দুপুরে শাবিপ্রবির অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর নৃশংস হামলার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। মানববন্ধনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক এবং শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. বিপ্লব কুমার বিশ্বাস প্রমুখ। . শেরপুর লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শনিবার সকালে শহরের নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শেরপুর সরকারী কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, জেলা মানবাধিকার কমিশন ও জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ। . নেত্রকোনা ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে তার নিজ জেলা নেত্রকোনার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ হয়েছে। শনিবার রাতে জেলা সদরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জড়ো হয়ে স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক সানাওয়ার হোসেন ভূঁইয়া, স্বপন পাল, মোস্তাফিজুর রহমান, সাইফুল্লাহ এমরান ও সঞ্জয় সরকার প্রমুখ। এদিকে রবিবার সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সাহিত্য চর্চা আড্ডা ও উদীচী শিল্পী গোষ্ঠী। . গাইবান্ধা মুক্তমনা লেখক অধ্যাপক ড. জাফর ইকবালের হত্যা প্রচেষ্টার প্রতিবাদে রবিবার গাইবান্ধায় প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, আহম্মদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মাযহার উল মান্নান, উদীচী জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন প্রমুখ। . পিরোজপুর কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রবিবার দুপুরে পিরোজপুর শহরে প্রেসক্লাব আয়োজিত এক মানববন্ধন কর্মসূচী পালন করে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে পিরোজপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ। . জামালপুর জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নরুন্দি স্কুল এ্যান্ড কলেজ রবিবার দুপুরে নরুন্দি চকবাজারে এ কর্মসূচীর আয়োজন করে। নরুন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। নরুন্দি স্কুল এ্যান্ড কলেজ পরিচালানা পরিষদের সভাপতি শামছুল আলম বাবুলের সভাপতিত্ব করেন। . নীলফামারী জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা তিনটা হতে দেড় ঘণ্টাব্যাপী শহরের চৌরঙ্গী মোড়ে শিক্ষক সমাজের ব্যানারে ওই মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়। এসময় মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাারোয়ার মানিকের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, শিক্ষক ওয়াহেদুল ইসলাম, নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুক প্রমুখ। . বগুড়া শিক্ষাবিদ ও প্রগতিশীল লেখক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বেলা ১১ টায় শহরের কেন্দ্রস্থল সাতমাথায় প্রগতিশীল নাগরিক সমাজ, ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী ও ছাত্র ইউনিয়ন এই মানববন্ধন করে। এতে সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক, বিভিন্ন পেশাজীবী, যুব ও ছাত্রনেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। . টাঙ্গাইল জাফর ইকবালের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ.এস.এম. সাইফুল্লাহ প্রমুখ।
×