ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পিএসজির ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পায়ে অস্ত্রোপচার

কী আছে নেইমারের ভাগ্যে?

প্রকাশিত: ০৫:৫২, ৪ মার্চ ২০১৮

কী আছে নেইমারের ভাগ্যে?

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবারই নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা বলে জানিয়েছেন তার চিকিৎসক। ব্রাজিলের বেলো হরিজেন্তোতের হাসপাতালে নেইমারের গোড়ালিতে অস্ত্রোপচার করা হবে বলে বিষয়টি নিশ্চিত করা হয়। যেখানে ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রড্রিগো লাসমারের নেতৃত্বে মোট আট সদস্যের একটি মেডিক্যাল টিম তার অস্ত্রোপচার করার কথা। নেইমারের অস্ত্রোপচার নিয়ে ডাঃ রড্রিগো লাসমার বলেন, এটা মোটেও সহজ কোন অস্ত্রোপচার নয়। নেইমারের অস্ত্রোপচার করতে ১ ঘণ্টা থেকে ৯০ মিনিটের মতো সময় লাগবে। অস্ত্রোপচারের পর তাকে আড়াই থেকে তিনমাস থাকতে হবে বিশ্রামে। ব্রাজিলের ট্রেইনার ফাবিও মাশেরেদজিয়ান জানান, চিকিৎসকদের ধারণা অনুযায়ী নেইমার বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে মাঠে ফিরবেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ২৬ বছর বয়সী এ ফুটবলার খেলবেন বলে প্রত্যাশা তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশাকরি, সে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবে। কারণ সে নিজের যতœ নেয় এবং তার একজন ফিজিওথেরাপিস্ট ও একজন ফিজিক্যাল ট্রেনার আছেন যারা তার দেখভাল করে। সে খুব তরুণ এবং তার ইচ্ছাশক্তি অনেক। তার ইচ্ছাশক্তিই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়াটা অনেক সহজ করে দিবে। প্রথম ম্যাচে খেলার জন্য তার এখনও অনেক সময় আছে।’ গত রবিবার ফ্রেঞ্চ লীগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালির গাঁট মচকে যায় নেইমারের। ভেঙ্গে যায় পায়ের পাতার পঞ্চম মেটাটারসেলের হাড়। প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ উনাই এমেরি দাবি করেছিলেন, প্রাথমিক পরীক্ষার পরে জানা গেছে নেইমারের চোট গুরুতর নয়। গোড়ালির লিগামেন্টে আঘাত লেগেছে দলের সবচেয়ে দামী তারকার। কিন্তু সোমবার করা দ্বিতীয় এক্সরে রিপোর্ট দেয় আরও বড় দুঃসংবাদ। যেখানে জানা যায়, মচকে যাওয়া নয়, আসলে নেইমারের ডান পায়ের পাতার হাড়ে হাল্কা চিড় বা ফাটল ধরেছে। পরদিনই পিএসজি ও ব্রাজিল জাতীয় দলের ডাক্তার একসঙ্গে বসে তাকে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নেই নেইমারকে নিয়ে যাওয়া হয় ব্রাজিলে এবং শনিবার অস্ত্রোপচার করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তিনমাস মাঠের বাইরে থাকা মানে পিএসজির হয়ে তার মৌসুম শেষ। সেক্ষেত্রে শঙ্কা থেকে যায় নেইমারের বিশ্বকাপে খেলা নিয়েও। যদিওবা ব্রাজিলের ট্রেইনার ফাবিও মাশেরেদজিয়ান জানিয়েছেন আশার কথা। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল অভিযান শুরু করবে ১৭ জুন। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। তবে নেইমারবিহীন বড় পরীক্ষাটা পিএসজিকে দিতে হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফিরতি লেগে। মঙ্গলবার নিজেদের মাঠে পিএসজি স্বাগত জানাবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। ইউরোপ সেরার এই আসরে এবার দুর্বার রিয়াল। স্বস্তির খবর হলো ফিরতি লেগের ম্যাচের জন্য রিয়ালে ফিরেছেন মার্সেলো। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। তবে মিডফিল্ডার টনি ক্রুস ও লুকা মদ্রিচের খেলা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ জিনেদিন জিদান। ব্রাজিলিয়ান লেফটব্যাক মার্সেলো শুক্রবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকা মদ্রিচ ও হাঁটুর ইনজুরির কারণে ক্রুস দলের বাইরে ছিলেন। প্রথম লেগে ৩-১ গোলে জয়ী হয় রিয়াল মাদ্রিদ। যে কারণে ফ্রান্সের রাজধানী সফরের আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন জিদানের শিষ্যরা। গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে রিয়াল মাদ্রিদের। ২০১৭ সালে পাঁচ শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তিও গড়ে লস ব্ল্যাঙ্কোসরা। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এবার ধরে রাখতে পারেনি বেল-বেনজেমারা।
×