ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তরায় থিয়েটার অঙ্গনের পথনাট্যোৎসবের সমাপনী

প্রকাশিত: ০৬:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

উত্তরায় থিয়েটার অঙ্গনের পথনাট্যোৎসবের সমাপনী

স্টাফ রিপোর্টার ॥ উত্তরার স্বনামধন্য সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমির অন্যতম শাখা সংগঠন থিয়েটার অঙ্গনের উদ্যোগে স্থানীয় রবীন্দ্রসরণির বটমূলে দুইদিনব্যাপী পথনাট্যোৎসব গত শনিবার শেষ হয়েছে। এই উৎসবে আরণ্যক নাট্যদলের ‘অরণ্য মঙ্গল’, থিয়েটারের ‘যুদ্ধ এবং য্দ্ধু’, প্রাচ্যনাটের ‘সময় সমাচার’, সময়ের ‘কবর’, উৎস নাট্যদলের ‘বর্ণমালার মিছিল’, চারুনীড়ম থিয়েটারের ‘অপেক্ষা’, নাট্যপুরাণের ‘খোয়াব’, থিয়েটার ভূবনের ‘মড়া’, নাট্যভূমির ‘মহাবিপদ’ এবং আয়োজক সংগঠন থিয়েটার অঙ্গনের ‘ফুলেশ্বরীর কাব্যগাঁথা’ নাটকের মঞ্চায়ন হয়। একুশের কবিতার রচিয়তা মাহবুবুল আলম চৌধুরীকে উৎসর্গকৃত উৎসবের সমাপনী দিন শনিবার আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি মোঃ আতিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক ভূইয়া শফিকুল ইসলাম এবং নাট্যজন মান্নান হীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য শিক্ষাবিদ একাডেমি উপদেষ্টা এমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও থিয়েটার অঙ্গন সভাপতি মাহবুব আমিন মিঠু। উৎসবের উদ্বোধনী দিন শুক্রবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোঃ মোখলেসুর রহমান বিপিএম (বার)। বিশেষ অতিথি কবি পতœী জওশন আরা রহমানের প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয় । প্রসঙ্গত, গীতাঞ্জলি ললিতকলা একাডেমি শিল্প সাহিত্য ও সংস্কৃতির চর্চায় নিবেদিত ভাবে গত ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি অবকাঠামো শূন্য উত্তরায় বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে উত্তরা অঞ্চলের নাগরিকদের দেশীয় সংস্কৃতির প্রতি উদ্ধুও চিত্ত বিনোদনের কাজে একনিষ্ঠ ভাবে কাজ করে চলছে। এখন থেকে প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে ভাষা শহীদদের শ্রদ্ধার্থে এ পথনাট্যোৎসব আয়োজন করা হবে বলে জানা গেছে।
×