ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাক্ষাতকারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে বিব্রতকর প্রশ্ন

প্রকাশিত: ০৪:১১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

সাক্ষাতকারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে বিব্রতকর প্রশ্ন

অস্ট্রেলিয়ার এক টিভি চ্যানেলে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এর প্রথম পর্বে রবিবার রাতে পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে নিয়ে প্রচারিত সাক্ষাতকারকে নিউজিল্যান্ডবাসী শিউরে ওঠার মতো আদি রসাত্মক বলে সমালোচনা করেছে। খবর গার্ডিয়ান। সম্প্রতি চ্যানেল নাইন-এর ঝানু সাংবাদিক চার্লস ওলে নিউজিল্যান্ড পার্লামেন্ট করিডোরে পায়চারিরত অবস্থায় জাসিন্ডার সাক্ষাতকার গ্রহণ করেন। সাক্ষাতকারের সময় ক্যামেরা যখন জাসিন্ডার মৃদু হাস্যে উদ্ভাসিত মুখের ক্লোজ আপ দৃশ্যে নিবদ্ধ ছিল তখন চার্লস ওলে বলেন, জীবনে আমি অনেক প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়েছি, কিন্তু কাউকে তার (জাসিন্ডা) মতো তারুণ্যে ভরপুর, চটপটে ও আকর্ষণীয় মনে হয়নি। জাসিন্ডার বর্তমান বয়স ৩৭। চল্লিশ ছুই ছুই করছে এমন নারীকে এতগুলো বিশেষণে ভূষিত করা অনেকের কাছেই খটকা লেগেছে। সাংবাদিক ওলে এখানেই থেমে থাকেন নি। এরপর তিনি এমন সব প্রশ্ন করেছেন, যা একান্ত ব্যক্তিগত গ-ির সীমা তো বটেই, ভব্যতারও গ-ি অতিক্রম করেছে। উল্লেখ্য, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যে সন্তানসম্ভবা এ খবর অনেক আগেই গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। ওলে জাসিন্ডাকে তার বয়ফ্রেন্ড ক্লার্ক গেফোর্ডের সামনেই জিজ্ঞাসা করেন, এ মুহূর্তে তাকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন জিজ্ঞাসা করার আছে আর তা হলো ঠিক কবে তার সন্তান জন্ম নেবে? জবাবে কিছুটা অপ্রস্তুত হয়ে জাসিন্ডা বলেন, আগামী ১৭ জুন। ওলে তখন বলেন, এই সময়ের পেছন দিকে গণনা শুরু করলে জনগণ ঠিকই ধরতে পারবে কবে আপনি গর্ভধারণ করেছেন। জবাবে জাসিন্ডা কিছু না বললেও তার বয়ফ্রেন্ড গেফোর্ডের মুখ লাল হয়ে যায়। তিনি অপ্রস্তুত কণ্ঠে বলেন, ‘ও তাই’। জাসিন্ডা ও গেফোর্ডের এই বিব্রতকর পরিস্থিতির মধ্যেই ওলে বলেন, ছয় সন্তানের পিতা হয়ে সন্তান জন্মদানের কোন বিষয় আমাকে আগ্রহান্বিত করে না, তারপরও আমার কৌতূহল যে নির্বাচনী প্রচারের সময় কেন গর্ভধারণ হয় না? জাসিন্ডা এ কথার চটপটে জবাব দিয়ে বলেন, নির্বাচন তো হয়েই গেছে, তাই এসব নিয়ে কথা বাড়ানোর প্রয়োজন নেই। এসব কথাবার্তার ফাঁকে ওলে জাসিন্ডাকে প্রশ্ন করেন, তার মতো একজন সৎ ও ভাল মানুষ কেন রাজনীতির মতো নোংরা পরিবেশে জড়িয়ে পড়লেন? জবাবে জাসিন্ডা বলেন, ভাল মানুষই রাজনীতিতে আসা উচিত।
×