ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে মেরিন টেকনোলজি অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু ॥ পরীক্ষা অনিশ্চিত

প্রকাশিত: ০৪:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

বাগেরহাটে মেরিন  টেকনোলজি  অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু ॥ পরীক্ষা অনিশ্চিত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। রবিবার সরেজমিনে তদন্তে আসেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক প্রশিক্ষণ সাজ্জাদ হোসাইন। এদিন বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে প্রায় সাড়ে চার ঘণ্টা শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে লিখিত ও মোখিক তথ্য উপাত্ত সংগ্রহ করেন। আজ সোমবারও তদন্ত টিমের কর্মকর্তা সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন বলে জানান শিক্ষকরা। এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম ও তৃতীয় পর্বের পরিপূরক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশার মধ্যে রয়েছে। তারা ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি প্রায় ৫০ জেলার শিক্ষার্থীরা অধ্যনরত রয়েছে। ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান বাপ্পী ও শরিফুল ইসলামসহ শিক্ষার্থীরা বলেন, তদন্ত টিমের প্রধানের কাছে আমরা অধ্যক্ষ স্যারের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরেছি এবং লিখিত দিয়েছি।
×