ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুই নারীর রহস্যজনক মৃত্যু ॥ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীতে দুই নারীর রহস্যজনক মৃত্যু ॥ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে ঢামেক হাসপাতালের কর্মচারী কোয়ার্টার থেকে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ধানম-িতে ছিনতাইকারীরা গাড়িচাপায় এক নারী মৃত্যুর ঘটনায় ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কলাবাগান এলাকায় সিমা আক্তার (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে কলাবাগান এলাকার একটি ভবনে দ্বিতীয় তলার রুম থেকে সিমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন তার স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের স্বজনরা জানান, পারিবারিকভাবে তিন মাস আগে অমিত হাসানের সঙ্গে সিমার বিয়ে হয়। সম্পর্কে তারা আপন চাচাত ভাই-বোন ছিলেন। সিমার স্বামী হাসান পেশায় একজন এ্যাম্বুলেন্স চালক। বিয়ের পর থেকে তারা কাঁঠালবাগান এলাকার ওই বাসায় বসবাস করছেন। নিহতের স্বামী অমিত জানান, সকালে স্ত্রী সিমাকে বাসায় রেখে কাজে চলে যান। দুপুর আড়াইটার দিকে বাসা থেকে খবর আসে সিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে সিমা কি কারণে আত্মহত্যা করেছে। তা তিনি জানাতে পারেনি। এদিকে একইদিন সকালে রাজধানীর মিরপুরে তানজিমা আক্তার তন্নী (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বামী মফিজুর রহমান দাবি করেছে, তন্নী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তন্নীর স্বজনরা দাবি করেছেন, তাকে হত্যা করা হয়েছে। এদিকে শনিবার বিকেলে ঢামেক মর্গে তন্নী লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় শয়নকক্ষ থেকে তানজিমা আক্তার তন্নী নামে এক গৃহবধূকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে তার শ্বশুরবাড়ির লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী মফিজুরের দাবি, তিনি কুমিল্লার ফায়ার সার্ভিসে কর্মরত। দু’দিন আগে ছুটিতে তিনি ঢাকায় নিজেদের বাসায় আসেন। তিনি জানান, শনিবার সকালে দুই বছরের ছেলেকে নিয়ে পাশের কক্ষে বসেছিলেন। সকাল ৮টার দিকে শয়নকক্ষে গিয়ে দেখেন স্ত্রী তন্নী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে সেখান থেকে নামিয়ে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত তন্নীর বড় বোন শামীমা আক্তার কাছে অভিযোগ করেন, তন্নী আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছে। তিনি জানান, তন্নীর কোন মানসিক সমস্যা ছিল না। ওর শ্বশুরপক্ষের লোকজনই তাকে মানসিক চাপে রাখত। বাবার বাড়ি যেতে চাইলে সেটা নিয়ে তাকে বকাঝকা করত। শামীমা জানান, চার বছর আগে মফিজুলের সঙ্গে তন্নীর বিয়ে হয়। তাদের সংসারে এক সন্তান রয়েছে। তাদের বাবার নাম এসএম সাত্তার হাওলাদার। গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার শাপা গ্রামে। ঢামেক হাসপাতাল কোয়ার্টারে ইয়াবাসহ দম্পতি রিমান্ডে ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারী কোয়ার্টার থেকে ২৭০ পিস ইয়াবাসহ ওমর ও সাহিদা নামে এক দম্পতিকে এক দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। শনিবার দুপুরে আদালতে নির্দেশ তাদেরকে রিমান্ডে আনেন নিউমার্কেট থানা পুলিশ। নিউমার্কেট থানা ইন্সপেক্টর (তদন্ত) জনকণ্ঠকে জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ্যালিফেন্ট রোডস্থ ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী কোয়ার্টার থেকে ওমর ও তার স্ত্রী সাহিদা রুমে অভিযান চালানো হয়। এ সময় তাদের রুম থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবার বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়। ইয়াবাগুলো আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। ছিনতাইকারী গ্রেফতার ॥ রাজধানীর ধানম-িতে ছিনতাইকারীরা গাড়িচাপায় হেলেনা বেগমের (৩৫) মৃত্যুর ঘটনায় জাকির হোসেন (৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ৩২ দিন পর শনিবার বিকেলে মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক আটক করা হয়।
×