ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দোষ স্বীকার করলেন ট্রাম্পের প্রচার শিবির উপদেষ্টা

প্রকাশিত: ০৩:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

দোষ স্বীকার করলেন ট্রাম্পের প্রচার শিবির উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের গুরুত্বপূর্ণ উপদেষ্টা রিকগেটস শুক্রবার নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা ও অন্যান্য কর্মকা-ে জড়িত থাকার বিষয়ে তার দোষ স্বীকার করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ উপদেষ্টা রবার্ট মুলার ব্যাপক তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। খবর Ñসিএনএন। স্বীয় কৃতকর্মের দায় ও অপরাধ সম্পর্কে স্বীকারোক্তির মাধ্যমে রিকগেটস হলেন তৃতীয় ব্যক্তি যিনি রবার্ট মুলারের তদন্ত কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তার আগে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ও নির্বাচনী প্রচার উপদেষ্টা জর্জ পাপাডো-পোলোস নির্বাচনে রুশ কারসাজি সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ স্বীকার করে এ সম্পর্কিত তদন্ত কাজে সহযোগিতা করতে রাজি হন। সর্বশেষ ব্যক্তি হিসেবে রিকগেটস বিশেষ উপদেষ্টা মুলারের সঙ্গে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে রাজি হলে ট্রাম্পের নির্বাচনী শিবিরের সাবেক চেয়ারম্যান হিসেবে পুরো চাপ এসে পড়বে পল ম্যানাফোর্টের ওপর। কারণ ম্যানাফোর্টের সাবেক সহযোগী রিকগেটস (৪৫) বিগত এক দশকের বেশি সময় ধরে ম্যানাফোর্টের ডান হাত হিসেবে কর্মরত ছিলেন। বিদেশী ও নিজ দেশের কার কার সঙ্গে তার গোপন সমঝোতা বা লেনদেন ছিল সে বিষয়ে রিকগেটস ছিলেন প্রত্যক্ষ সাক্ষী। তাই রিকগেটসের দেয়া যে কোন সাক্ষ্য প্রমাণ খ-ন করা ম্যানাফোর্টের জন্য সহজসাধ্য হবে নাÑবরং কর ফাঁকির লক্ষ্যে তার আর্থিক অনিয়ম ও ইউক্রেনের রুশপন্থী সাবেক প্রেসিডেন্টের লবিষ্ট হিসেবে অর্থ লেনদেনের বিষয়টি নিয়ে তাকে অনেক ঝামেলা পোহাতে হবে বলে অনেকে মনে করছেন। কিন্তু ম্যানাফোর্ট তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আইনী লড়াই চালিয়ে যেতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। রিকগেটসের দোষ স্বীকারের পর ম্যানাফোর্ট বলেন, আমি আমাকে নির্দোষ প্রমাণের জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। তবে আমি আশা করেছিলাম যে, আমার এই ব্যবসায়ী সহযোগীর (রিকগেটস) নিজেকে নির্দোষ প্রমাণের শক্তি সাহস আছে। কিন্তু কোন এক অদৃশ্য কারণে তিনি ভিন্ন পথ বেছে নিলেন। তবে তার এই সিদ্ধান্ত, আমার বিরুদ্ধে আনা অসত্য অভিযোগের বিরুদ্ধে লড়াই থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ম্যানাফোর্ট ও রিকগেটসের বিরুদ্ধে কর ফাঁকি ও ব্যাংক জালিয়াতির অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, ইউক্রেনের সাবেক রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পক্ষে ইউরোপীয় ও মার্কিন রাজনীতিবিদদের আনুকূল্য লাভের জন্য বিপুল অর্থ গ্রহণ করেছিলেন ম্যানাফোর্ট। এ ছাড়াও তিনি ইউক্রেনে নানা ধরনের ব্যবসায়িক কর্মকা-ের মাধ্যমে আয়কৃত হাজার মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য সাইপ্রাসের একটি ব্যাংক বেছে নেন। মার্কিন ব্যাংকগুলোতে অর্থ পাঠানোর কারণ হিসেবে ঋণ পরিশোধ এবং ক্রয় খাতে অর্থ ব্যয় হবে বলে ঘোষণা দেয়া হয়। তবে তাদের মূল উদ্দেশ্য ছিল আয়কর ফাঁকি দেয়া। ওয়াশিংটনের এক আদালতে শুক্রবার ৪৫ মিনিটের সাক্ষ্য জেরা ও জবানবন্দীতে গেটস বলেন, ২০০৬ সাল থেকে ইউক্রেনীয় রাজনীতিবিদদের পক্ষে লবিং বাবদ অর্থ যুক্তরাষ্ট্রের ব্যাংকে ট্রান্সফার করতে তিনি ম্যানাফোর্টকে সাহায্য করেছিলেন। তারা দু’জনে একত্রে ৭৫ মিলিয়ন ডলার স্বদেশে প্রেরণ করেন। যার মধ্য থেকে ম্যানাফোর্ট ১৮ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সহায় সম্পত্তি ও বিলাসদ্রব্য ক্রয়ের পিছনে ব্যয় করেন। গেটস ম্যানাফোর্টের যাবতীয় কাজ কর্মের তত্ত্বাবধায়ক এবং এ্যাকাউন্ট্যান্ট হিসেবে দায়িত্বপালন করেন।
×