ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৌদিতে বিনোদন খাতে সাড়ে ৬ হাজার কোটি ডলার বিনিয়োগ

প্রকাশিত: ০৪:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

সৌদিতে বিনোদন খাতে সাড়ে ৬ হাজার কোটি ডলার বিনিয়োগ

আগামী দশকে বিনোদন শিল্পের উন্নয়নে ৬ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব। দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান বলেছেন, এ বছরেই বিনোদনমূলক পাঁচ হাজার অনুষ্ঠানের আয়োজন করবেন তারা। সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশের প্রথম অপেরা হাউস নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।- খবর বিবিসির। এতে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই বছর আগে ‘ভিশন ২০৩০’ নামে যে আর্থ-সামাজিক সংস্কার কর্মসূচী ঘোষণা করেছিলেন তার অংশ হিসেবেই বিনোদন খাতে এই বিনিয়োগ করা হবে। ৩২ বছর বয়সী সালমান অর্থনীতিতে বৈচিত্র্য এনে তেলের ওপর নির্ভরতা কমাতে চান। এক্ষেত্রে সংস্কৃতি ও বিনোদনে জনগণের ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। গত ডিসেম্বরেই বাণিজ্যিক সিনেমার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কঠোর ধর্মীয় অনুশাসনের দেশটি। জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান আহমেদ বিন আকিল আল-খতিবকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ২০১৮ সালের শেষ নাগাদ বিনোদন খাতে দুই লাখ ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে, যেখানে গত বছর এ সংখ্যা ছিল মাত্র ১৭ হাজার। তিনি বলেন, আগে নির্মাতারা কাজের জন্য দেশের বাইরে যেতেন এবং সেগুলো এনে সৌদি আরবে দেখাতেন। এখন এর পরিবর্তন হবে বিনোদন সংক্রান্ত সবকিছু এখানে হবে। পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে রিয়াদের কাছে ‘লাস ভেগাসের’ মতো একটি বিশাল এন্টারটেইনমেন্ট শহর গড়ে তোলার পরিকল্পনা করেছে সৌদি সরকার। রক্ষণশীল এই রাজতান্ত্রিক দেশে সম্প্রতি যেসব সংস্কারমূলক পদক্ষেপ নেয়া হয়েছে তারই একটি বিনোদন খাতের বিকাশ। দেশটিতে গত মাসে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ উন্মোচিত হয়, আগামী জুন থেকে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞাও উঠছে। সৌদি আরব আবারও উদার ইসলামিক দেশ হবে, যা সব ধর্মের, রীতি-নীতির মানুষের জন্য উন্মুক্ত হবে বলে গত বছর ঘোষণা করেছিলেন যুবরাজ মোহাম্মদ। দেশের জনসংখ্যার ৭০ শতাংশের বয়স ৩০ বছরের কম এবং তারা ‘ধর্মীয় সহনশীল ও আমাদের মহানুভবতার ঐতিহ্যের’ সঙ্গে মানানসই জীবন চায় বলে মন্তব্য করেন তিনি। সৌদি রাজ পরিবার ও ধর্মীয় নেতারা কট্টরপন্থী ওহাবি মতবাদের অনুসারী, যেখানে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা, আচার-আচরণে ও বিধি-নিষেধ মেনে চলতে হয়।
×