ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিকে বিদায় করে শেষ আটে উইগান

প্রকাশিত: ০৪:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০১৮

ম্যানসিটিকে বিদায় করে শেষ আটে উইগান

স্পোর্টস রিপোর্টার ॥ সব ধরনের প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য ছন্দে ছুটে চলছিল ম্যানচেস্টার সিটি। পেপ গার্ডিওলার হাত ধরে এবার দলটি তাদের ইতিহাসের সেরা সাফল্যের স্বপ্ন বুনছিল। কিন্তু মাঝপথে বড় ধরনের ধাক্কা খেতে হলো। ইংলিশ এফএ কাপ ফুটবলের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে সিটিজেনদের। তাও আবার তৃতীয় সারির দল দুর্বল উইগান এ্যাথলেটিকের কাছে ১-০ গোলে হেরে। সোমবার রাতে উইগানের মাঠে ৮২ শতাংশ বলের দখল রেখেও গোল পায়নি সিটি। উল্টো দ্বিতীয়ার্ধে লাল কার্ডের কারণে একজন কম নিয়ে খেলে অতিথিরা। এই সুযোগে দারুণ জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে উইগান। এর আগে ২০১৩ সালের এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা জিতেছিল উইগান। হারিয়েছিল এর পরের বছর কোয়র্টার ফইনালেও। আগামী মাসে বিশ্বের সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উইগান খেলবে সাউদাম্পটনের বিরুদ্ধে। অথচ এই সিটি ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা লড়াই একপেশে করে ফেলেছে। তাদের শিরোপা জয় এখন সময়ের ব্যাপার। চ্যাম্পিয়ন্স লীগেও শেষ আটে এক পা দিয়ে রেখেছে। অথচ সেই দলটিই উইগানের মতো দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেল। এর ফলে দলটির কোচ পেপ গার্ডিওলারও ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হয়েছে। সাবেক বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখ কোচ এক বছরে ৬ শিরোপা জেতার অনন্য কীর্তি গড়েছিলেন মেসি, ইনিয়েস্তাদের নিয়ে কাতালানদের হয়ে। এবার আরও বড় কীর্তির হাতছানি ছিল তার সামনে। এক বছরে জিততে পারতেন সাতটি শিরোপাও। কিন্তু তা আর হচ্ছে না। এফএ কাপ থেকে বিদায় নিতে হলো সিটিকে। বিশ্বের সবচেয়ে পুরনো এই ক্লাব প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিটি যাচ্ছে না এমনটি হয়তো কেউই ভাবেননি। কিন্তু ম্যাচের ৭৯ মিনিটে উইল গ্রিগের গোল হতভম্ব করে দেয় সিটি সমর্থকদের। বক্সের ঠিক মাথা থেকে সিটি ডিফেন্ডার কাইল ওয়াকারের একটা ভুলকে কাজে লাগান গ্রিগ। ম্যাচের দ্বিতীয়ার্ধটা অবশ্য ১০ জনে খেলেছে সিটি। ৪৫ মিনিটে সিটি মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ উইগানের ম্যাক্স পাওয়ারকে সøাইডিং ট্যাকল করে লাল কার্ড দেখে বাইরে যান। একজন খেলোয়াড় কম নিয়ে সিটি আর ম্যাচে ফিরতে পারেনি। পুরো মৌসুমে সব প্রতিযোগিতায় সিটির এটি তৃতীয় হার। এই হারে চারটি ট্রফি জয়ের স্বপ্নকে কবর দিতে হচ্ছে সিটির। ইংলিশ ফুটবলে একটি বাড়তি টুর্নামেন্ট খেলার সুযোগ থাকে। ইউরোপের বাকি দলগুলো যেখানে লীগ কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রেবল জয়কে পরম আরাধ্য মনে করে, ইংল্যান্ডের শীর্ষ দলগুলোর জন্য ট্রেবলের বদলে চারটি শিরোপা জয়ের সুযোগ থাকে। সিটি এবার শুরু থেকে এত অবিশ্বাস্য খেলছিল তাতে এমন অবিশ্বাস্য কা-ের সম্ভাবনা ছিল। ম্যাচ শেষে সিটি কোচ গার্ডিওলা বলেন, এটা একটা নকআউট ম্যাচ। ফাইনালের মতো এই খেলায় জয়ের জন্য তারা সর্বশক্তিই প্রয়োগ করেছিলেন। সুতরাং এই হার মেনে নিচ্ছেন। উইগানকে শুভেচ্ছা। ২০০৪-০৫ মৌসুমে ইংলিশ এফএ কাপে ওল্ডহ্যামের কাছে ১-০ গোলে হারতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে। সেবার আসরের তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়তে হয়েছিল সিটিজেনদের। ১৩ বছর পর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে গেছে তারা। ম্যাচ শেষে উইগানের এক দর্শকের গায়ে হাত তুলে শিরোনামে এসেছেন সিটির সবচেয়ে বড় তারকা সার্জিও এ্যাগুয়েরো। ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দর্শক হেঁটে যাওয়ার সময় আর্জেন্টাইন তারকার পাশে গেলে তাকে ঘুষি মারা হয়। এতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনায় পড়েছেন এ্যাগুয়েরো। এর আগেও ম্যাচে উত্তেজনা ছড়ায় যখন ম্যানসিটির ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ লাল কার্ড দেখে মাঠে ছাড়েন।
×