ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনা সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪২, ২০ ফেব্রুয়ারি ২০১৮

পাবনা সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর কালিকাপুরে পাবনা সুগার মিলের সামনের জমি অন্যের দখলে চলে যাওয়ায় সোমবার দুপুরে মিলের শ্রমিক, কর্মচারী ও আখচাষীদের মানববন্ধন- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মলজোন এলাকা এবং মিলের সীমানা প্রাচীরের পূর্বাংশে নিটল-টাটা গ্রুপ স্থাপনা তৈরির উদ্যোগ গ্রহণ করে এসব জমি করায়ত্ত করার প্রতিবাদে এ কর্মসূচীর আয়োজন করে। পাবনা চিনিকলের ওয়ার্কার্স ইউনিয়ন, আখচাষী কল্যাণ সমিতি এবং জাতীয় শ্রমিক লীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে চিনিকলের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আখচাষীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ভারি শিল্প প্রতিষ্ঠান পাবনা সুগার মিলের সামনে হাইওয়েসংলগ্ন জমি অন্য ব্যবসা প্রতিষ্ঠানের দখলে চলে যাওয়ায় কর্তৃপক্ষ এবং আখচাষীরা মিলের অস্তিত্ব বিপন্ন হবে। মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, পাবনা সুগার মিলের প্রতিদিন ১৫ শ মে.টন আখ মাড়াই করে বার্ষিক ১৫ শ মে.টন চিনি উৎপাদন করার ক্ষমতা রয়েছে। মিলটির কোন পরীক্ষামূলক খামার না থাকায় আখের উন্নতজাতের বীজ উৎপাদন ও চাষীদের মধ্যে সরবরাহ করতে না পারায় চাষীরা আখচাষে নিরুৎসাহিত হয়ে পড়ছেন। ফলে চাষীরা মিলটিতে চাহিদা অনুযায়ী আখ সরবরাহ করতে পারছেন না। রংপুর কারাগারে আসামির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ রংপুর কেন্দ্রীয় কারাগারে ডাকাতি মামলার আসামি আসাদুজ্জামান (৪০) মারা গেছে। সোমবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা যায়, আসাদুজ্জামানের বাড়ি রংপুর সদর উপজেলার ইশ্বরকুল মাঠেরহাট গ্রামে। তার বাবার নাম আকবর হোসেন।
×