ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্ত হলো দুই হাজার হেক্টর ফসলের ক্ষেত

প্রকাশিত: ০৬:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০১৮

মুক্ত হলো দুই হাজার হেক্টর ফসলের ক্ষেত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন এলাকার একটি পুকুরের পাড় কেটে চাষাবাদ উপযোগী করা হয়েছে অন্তত দুই হাজার একর জমির ফসল। একটি পুকুরের কারণে উপজেলার চেংরার বিলের প্রায় দুই হাজার একর জমির জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। কৃষকদের দাবির মুখে অবশেষে রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে পুকুরের পাড় পানি অপসারণ করা হয়। ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী ম-ল জানান, দীর্ঘদিন থেকে ঝালুকা ইউনিয়নের চেংরার বিলের প্রায় দুই হাজার একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশের গড়িয়ার বিলে সরকারী খাল দখল করে প্রভাবশালীরা পুকুর খনন করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দীর্ঘদিন থেকে চেংরার বিলের দুই হাজার একর জমি অনাবাদি হয়ে পড়ে ছিল। এ ছাড়া জলাবদ্ধতার ফলে চেংরার বিলের আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষের কৃষি কাজ বন্ধ হয়ে পড়েছিল। ইউপি চেয়ারম্যান জানান, এক সময় যেসব জমিতে বছরে তিন ফসল হতো কিন্তু জলাবদ্ধতার ফলে জমিগুলো অনাবাদি হয়ে পড়েছিল। শুধু তাই নয়, জলাবদ্ধতার ফলে বন্যার পানি নামতে না পেরে ভাংগীর পাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ, রাস্তাঘাটসহ মানুষের বসবাসের বাড়িঘর ডুবে যায়।
×