ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ত্র পরীক্ষার সময় এসপিবিএনের কনস্টেবল গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৬:০৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮

অস্ত্র পরীক্ষার সময় এসপিবিএনের কনস্টেবল গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তার দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি এ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ান-২ (এসপিবিএন)-এর কনস্টেবল রহিম উদ্দিন (১৩৭৮২) গুলিবিদ্ধ হয়েছেন। অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি ছুটে গিয়ে তার ডানপাশে ঘাড়ের নিচে বিদ্ধ হয়। তাকে আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত তিনটার দিকে গণভবনের পাশে চন্দ্রিমা উদ্যান ঘেঁষা সীমানা প্রাচীরের একটি নিরাপত্তা চৌকিতে এ দুর্ঘটনা ঘটে। ঘাড়ে গুলিবিদ্ধ কনস্টেবল রহিমকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
×