ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৫ মামলায় বিআরটিএর এক লাখ টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ০৬:০২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

৪৫ মামলায় বিআরটিএর এক লাখ টাকা  জরিমানা আদায়

বিআরটিএর ৩টি ভ্রাম্যমাণ আদালত রবিবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত রাজধানী ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ৪৫টি মামলায় ১ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ১টি মোটরযানের কাগজপত্র জব্দ করেছে। এর মধ্যে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে আগারগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের অভিযোগে ১১টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে ঢাকার তারাবো এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৪টি মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ১টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। এছাড়া বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সুজনের নেতৃত্বে ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ১০টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। -বিজ্ঞপ্তি
×