ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-কসোভো কূটনৈতিক সম্পর্ক চালু হচ্ছে

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ-কসোভো কূটনৈতিক সম্পর্ক চালু হচ্ছে

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ও কসোভোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক চালু করতে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে উভয় দেশ। শনিবার নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এদিকে শুক্রবার কসোভো ও আলবেনিয়া সফরে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কে কসোভোর কনসাল জেনারেল রাষ্ট্রদূত টেউটা সাহাতকাইজা স্ব স্ব দেশের সরকারের পক্ষে যৌথ বিবৃতিতে সই করেন। যৌথ বিবৃতিতে স্বাক্ষর শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্ধুত্বের সুদৃঢ় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে অবদান রাখতে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
×