ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরের গ্রামে দু’পক্ষের সংঘর্ষ আহত ১৫ ১১ বাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৫:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

ফরিদপুরের গ্রামে  দু’পক্ষের সংঘর্ষ আহত ১৫ ১১ বাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ ফেব্রুয়ারি ॥ ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১১টি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। পুলিশ এ সংঘর্ষে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা হতে সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার কোদালীয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় পাইককান্দি গ্রামের বাসিন্দা শাহ আলম মিয়া ও আক্তার মাতুব্বরের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার ওই এলাকার বনগ্রাম বাজারে একটি চায়ের দোকানে চা পান করা নিয়ে দুই পক্ষের দুই সমর্থকের মধ্যে বচসা হয়। বৃহস্পতিবার দুপুরে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের অন্য দুই সমর্থকের মধ্যে বচসা হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষে দুইপক্ষের চার শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, বল্লম ও ইট নিয়ে পরস্পরের প্রতি আক্রমণ ও প্রতি আক্রমণ চালায়। সংঘর্ষের এক পর্যায়ে দু’দলের সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলার ঘটনাও ঘটে। হামলায় আক্তার মাতুব্বরের সমর্থকদের ১০টি এবং শাহ আলমের সমর্থকদের একটিসহ মোট ১১টি বাড়ি ভাংচুর করা হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৩জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে বেশিরভাগই ইট ও সড়কির আঘাতে আহত হয়। আহতদের মধ্যে ছয় জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের ওই স্বাস্থ্যকেন্দ্রেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ এ সংঘর্ষের সঙ্গে জড়িত সন্দেহে বড় পাইককান্দি গ্রামের বাসিন্দা উভয় পক্ষের আটজনকে আটক করে। এরা হলেন, জাফর খাঁ (৫০), সোহাগ খাঁ (৩০), পান্নু কাজী (৪০), কামরুল হাসান (২৬), আরিফ কাজী (২২), তোফায়েল আহমেদ (২০), আওয়াল মোল্লা (৩৫) ও শাহীন মুধা (৪৮)। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নাসিম বলেন, আটককৃতদের নিরাপত্তামূলক আইনে গ্রেফতার দেখিয়ে শুক্রবার জেরার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত কোন পক্ষই এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়নি।
×