ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষককে পেটালেন রামেক ইন্টার্নরা

প্রকাশিত: ০৪:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

রাবি শিক্ষককে পেটালেন রামেক ইন্টার্নরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী/ রাবি সংবাদদাতা ॥ তুচ্ছ ঘটনায় রোগী ও রোগীর স্বজনদের ওপর বেপরোয়া ক্ষিপ্ত অচরণ থামছে না রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক)। কথায় কথায় রোগীর স্বজনদের ওপর বেপরোয়া আচরণ চলছেই ইন্টার্ন চিকিৎসকদের। রামেক হাসপাতালে এবার ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। এ ঘটনায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গিয়ে আন্দোলন শুরু করেন। বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে। এদিকে ঘটনার প্রেক্ষিতে ইন্টার্নরা সংবাদ সম্মেলনের ডাক দিলেও তাদের ডাকে সাড়া দেয়নি রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা। জানা গেছে, সর্বশেষ বুধবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন রাবির শিক্ষক এটিএম এনামুল জহির। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক। এটিএম এনামুল জহিরের বরাত দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে ভর্তি তার মেয়েকে দেখতে ৩০ নম্বর ওয়ার্ড দিয়ে যাচ্ছিলেন এনামুল জহির। এ সময় ওই ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক মেরি পিংকির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ওই নারী চিকিৎসক তাকে গালাগালি শুরু করলে এনামুল জহির তাকে ‘ননসেন্স’ বলে মন্তব্য করেন। পরে পিংকি মোবাইল ফোনে বিষয়টি আরেক ইন্টার্ন চিকিৎসক কামালকে জানায়। পরে কামাল কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে নিয়ে ৩০ নম্বর ওয়ার্ডে যায়। এবং সেখানে তাকে (রাবি শিক্ষক) বেধড়ক মারধর করে। পরে ঘটনাটি জানতে পেরে রাজপাড়া থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।তবে মেরি প্রিয়াংকার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমরা কয়েকজন ওটি (অপারেশন থিয়েটার) থেকে ২২ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলাম। এ সময় ওই শিক্ষকের সঙ্গে ধাক্কা লাগে। আমি উনাকে বলি, ‘আপনি দেখে চলবেন না?’ তখন তিনি আমাকে ননসেন্স বলেন। আমি বলি, আপনি কি বললেন? তখন তিনি আবারও আমাকে ‘ননসেন্স’ ও অশ্লীল-অকথ্য ভাষায় (প্রকাশ অযোগ্য) গালি দেন। এ সময় আমার বন্ধু ইন্টার্নরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং সরি বলতে বলেন। এ সময় তিনি আইনের অধ্যাপক বলে নিজেকে পরিচয় দিয়ে সরি বলতে অস্বীকৃতি জানান। এদিকে, এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ইন্টার্নদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকালে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
×