ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অপরাজেয়তে অরিন

প্রকাশিত: ০৬:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

অপরাজেয়তে অরিন

বর্তমানে বাংলা সিনেমায় খুবই ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা অরিন। শোবিজে তার অভিষেক পর্ব পেরিয়েছে দীর্ঘ আট বছর হলো! এটা কিন্তু, কম সময় নয়! ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন এই লাস্যময়ী। বড় পর্দায় তার অভিষেক ঘটে ‘ছিন্নমূল’ চলচ্চিত্রের মাধ্যমে। এ ছবিতে অরিনের বিপরীতে অভিনয় করেন কাজী মারুফ। পরিচালক ছিলেন কাজী হায়াৎ। বর্তমানে তিনি টিভি এবং সিনেমা দুটেতেই সমানে কাজ করছেন। অভিনীত নাটক, টেলিফিল্ম, মেগা সিরিয়ালে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। সম্প্রতি অরিনের কর্ম-ব্যস্ততা নিয়ে কথা হয় আনন্দকণ্ঠের সঙ্গে। শুরুতেই কি নিয়ে ব্যস্ত আছেন জানতে চাওয়া হয় তার কাছে? উত্তরে অরিন বলেন, বর্তমানে কলকাতার নতুন একটি ছবিতে কাজ করছি। ছবিটি নাম ‘অপরাজেয়’। ছবির শূটিং নিয়ে ব্যস্ত আছি। প্রায় প্রতিদিনই থাকছে ছবির কাজ থাকে। খুব মনোযোগের সঙ্গে কাজটা করছি। ছবিটি আগাগোড়া কলকাতার। সব মিলিয়ে আমার সেরাটি দেয়ার চেষ্টা করছি। অভিনীত ছবি সম্পর্কে কি বলেন? ‘অপরাজেয়’ কলকাতার ছবি। এ ছবির মধ্য দিয়ে আমরা দুই বাংলায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ছবির শূটিং কলকাতার বিভিন্ন জায়গায় করছি। ছবিতে আমার নায়কের নাম শায়ন। সে কলকাতার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছে। সিনেমায় আমার শ্বশুর-শাশুড়ির চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক ও লাবণী সরকারকে। সব কিছু মিলিয়ে ছবিটি নিয়ে বেশ আশাবাদী। ব্যক্তিগত অভিজ্ঞতা? উত্তরে, খুবই ভাল! কলকাতার গুণী মানুষগুলোর সঙ্গে কাজ করছি, বিষয়টা আমি অনেক বড় করে দেখছি। ছোটবেলা থেকে যাদের অভিনয় দেখে মুদ্ধ হয়েছি এখন তাদের সঙ্গে কাজ করছি। তাদের কাছ থেকে অনেক ভালবাসা পাচ্ছি। তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা হচ্ছে। তারা আমাকে অনেক সাহায্য করছে। অগামী নিয়ে কী ভাবছেন? অরিন, ভাল ভাল সিনেমা করতে চাই। নিজেকে এমন একটি অবস্থানে দেখতে চাই, আমার মৃত্যুর পরও যেন মানুষ আমাকে মনে রাখে। আমি ভাল অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে চাই! দর্শকদের কাছে আপনার প্রত্যাশা? আমি দর্শদের একটি কথাই বলব, এখন দেশে অনেক ভাল মানের ছবি হচ্ছে। আপনা সবাই হলে গিয়ে বাংলা ছবি দেখুন এবং বাংলা ছবিকে ভালবাসুন। আমি সামনে ভাল ভাল কিছু কাজ আপনাদের উপহার দিতে যাচ্ছি। ‘অপরাজেয়’ পরিচালনা করছেন কলকাতার নির্মাতা নেহাল দত্ত। ভারতের দিব্যা ফিল্মস এবং ঐশ্বিক মুভিজের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। এ ছবিতে অরিন-শায়ন ছাড়াও অভিনয় করছেন কলকাতার সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, লাবণী সরকার, ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং সুমিত গঙ্গোপাধ্যায়সহ অনেকে কাজ করছেন। এদিকে অরিন অভিনীত মোস্তাফিজুর রহমান বাবুর ‘বিধ্বস্ত’, শাহীন সুমনের ‘মাতাল’ এবং মোহাম্মদ আসলামের ‘আমার সিদ্ধান্ত’, অপূর্ব রানার ‘সংসার’ নামে চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো নিয়ে অরিন বলেন, চারটি ছবি মুক্তির জন্য প্রস্তুত! ভাবতে বেশ ভাল লাগছে যে আমার অভিনীত সব ছবির গল্পই খুব ভাল। দর্শক ছবিগুলো পছন্দ করবে। আমিও অভিনয় করেছি আমার সাধ্যমতো। প্রতিটি ছবিতে আমাকে আলাদাভাবে দেখা যাবে। সামনে দর্শকদের ভাল কিছু ছবি উপহার দিচ্ছি, ভেবে ভাল লাগছে। ফেব্রুয়ারির শেষ পর্যন্ত অপরাজেয়র কাজ চলবে। আশা করি, ভালভাবে কাজটা শেষ করতে পারব।
×