ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

২৫ বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীনরা

ত্রিপুরায় এবার মুখোমুখি বাম আর বিজেপি

প্রকাশিত: ০৬:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

ত্রিপুরায় এবার মুখোমুখি বাম আর বিজেপি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরাতে গত ২৫ বছর ধরে বামপন্থীরা একটানা শাসন করছে। সেখানে এবার তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে বিজেপি ও উপজাতীয় দল আইপিএফটি জোট। ভারতের এই একটি রাজ্যে বিজেপি ও কমিউনিস্টদের সরাসরি লড়াই হচ্ছে। আর সে কারণেই ত্রিপুরাতে আগামী ১৮ ফেব্রুয়ারির নির্বাচন আলাদা মাত্রা পেয়েছে। খবর বিবিসির। তিন বছর আগেও বিজেপি ত্রিপুরাতে অতি দুর্বল এক শক্তি হলেও এবারের নির্বাচনে তারা ৬০ আসনের বিধানসভায় অন্তত ৪০টিতে বিজয়ী হতে চায়। এ স্বপ্নকে সত্যি করতে তারা যে অর্থ ও সাংগঠনিক শক্তি ব্যয় করেছে, তা নজিরবিহীন। ক্ষমতাসীন সিপিএমের রাজ্য কমিটির সদস্য হরিপদ দাসের মতে, কমিউনিস্টরা ভারতে সংঘ পরিবারের সবচেয়ে বড় ঘোষিত শত্রু। এ কারণেই কর্নাটক, মধ্যপ্রদেশ, অন্ধ্রতে তারা হারল কি জিতল তাতে বিজেপির তেমন কিছু আসে যায় না। ত্রিপুরাতে জিততে পারলে দশটা উত্তর প্রদেশ জেতার সমান আনন্দ করবে তারা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী অনিন্দ্য সরকার মনে করেন, বামপন্থী বনাম সংঘের লড়াইয়ের বাইরেও এখানে বিজেপির আরও একটা বিষয় প্রমাণ করার তাগিদ আছে; আর তা হল ভারতের সব প্রান্তেই তাদের গ্রহণযোগ্যতা বাড়ানো। মতাদর্শগত লড়াইয়ের বাইরেও এটা বিজেপির সর্বজনগ্রাহ্যতা পাওয়ার লড়াই। নইলে মাত্র ৩৭ বা ৩৮ লাখ জনসংখ্যার একটা রাজ্যে এত বেশি অর্থ, সম্পদ বা লোকবল ব্যয় করার অন্য কোন ব্যাখ্যা হতে পারে না। ২০১৪ সালের পর থেকেই বিজেপি একটি আধিপত্যবাদী (হেজিমোনিক) দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। উত্তর ভারতে যেখানে গোবলয়ের দল হিসেবে তাদের পরিচিতি রয়েছে সেই গ-ি ছাড়িয়ে সারা ভারতেই তাদের আধিপত্য প্রমাণ করতে মরিয়া বিজেপি। সেখানে উত্তর-পূর্ব ভারতের একটা বড় ভূমিকা আছে। নির্বাচনী প্রচারাভিযানে ত্রিপুরায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের ২০ বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরাসরি সমালোচনা করেন। তিনি বলেন, এবার ভুল মানিক থেকে মুক্তি চাই। তার বদলে দরকার হিরা। অর্থাৎ হাইওয়ে, রেল ও এয়ারপোর্টের মতো মেগা-অবকাঠামোগত প্রকল্প। সিপিএমও তাদের নির্বাচনী প্রচারে প্রধান নিশানা প্রধানমন্ত্রীকে করে কঠোর সমালোচনা করেন।
×