ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ এরশাদের

প্রকাশিত: ০৬:২১, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ এরশাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষের মন জয়করা ছাড়া আগামীতে ক্ষমতায় আসা সম্ভব নয়। তাই দলের নেতাকর্মীদের মাঠ পর্যায়ে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। বুধবার রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ ভালবাসা দিবস উপলক্ষে এরশাদকে শুভেচ্ছা জানাতে গেলে ছাত্র-নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, মানুষ এখন জাতীয় পার্টিকে চায়। যেখানেই যাই সবাই বলে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেন। আমাদের তারা ক্ষমতায় দেখতে চায়। আমি অনেককে এর কারণ জিজ্ঞেস করেছি। বলেছি, বড় দুই দল ছেড়ে কেন জাতীয় পার্টিকে ভোট দেবেন। সাধারণ মানুষের সরল স্বীকারোক্তি হলো, আপনাদের আমলে আমরা ভাল ছিলাম। মানুষের জীবনের নিরাপত্তা ছিল। দেশে এত বিশৃঙ্খলা ছিল না। নিত্যপণ্যের দাম হাতের নাগালের মধ্যে ছিল। কিন্তু এখন এই বাস্তবতা আর নেই। সামাজিক সমস্যা বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, তোমরা জাতীয় পার্টির ভবিষ্যত। এই দলকে অনেক দূর নিয়ে যেতে হবে। জনগণের মন জয় করে আগামীতে এই দলকে ক্ষমতায় আনতে হবে। আমি দেশে অনেক উন্নয়ন করেছি। নতুন প্রজন্মকে এই জাতীয় পার্টির উন্নয়নের কথাগুলো তোমাদেরকে প্রচার করতে হবে এবং জানাতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ আজম খান, উপদেষ্টা এ্যাড. রেজাউল ইসলাম ভুঁইয়া, ক এম এ রাজ্জাক খান, জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, মোড়ল জিয়াউর রহমান, মোঃ মোখলেছুর রহমান, মোঃ আমিনুল হক মোল্লা, অর্ণব চৌধুরী, মিজানুর রহমান রনি, শামীম ইসতিয়াক জেম, মোঃ মহসিন, রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
×