ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষের জন্য গান গাই ॥ ফাহ্মিদা নবী

প্রকাশিত: ০৪:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

মানুষের জন্য গান গাই ॥ ফাহ্মিদা নবী

সঙ্গীতশিল্পী ফাহ্মিদা নবী। সঙ্গীতের অমিয়ধারায় নিজেকে রেখেছেন প্রবাহমান। শুরু থকে আজ অবধি তিনি বাংলা গানের মূল ধারাকে লালন করে চলেছেন। বিচারকের দায়িত্বে থেকে শিল্পী গড়ার কাজেও নিজেকে রেখেছেন ব্যাপৃত। তার কণ্ঠে ধারণকৃত আধুনিক বাংলা গানের সঙ্কলন ‘ভুল করে ভালবেসেছি’ এ্যালবামের মোড়ক উন্মোচন হবে আজ সন্ধ্যা ৭টায় বেঙ্গল বই প্রাঙ্গণে। অনুষ্ঠানে তিনি একক কণ্ঠে সঙ্গীত পরিবেশন করবেন। এ্যালবাম ও সঙ্গীত নিয়ে তার সঙ্গে কথা হয় । ‘ভুল করে ভালবেসেছি’ এ্যালবাম সম্পর্কে বলুন। ফাহ্মিদা নবী : এটি আমার ১৬তম একক এ্যালবাম। বেঙ্গল ফাউন্ডেশন নিবেদিত এ এ্যালবামে ৮টি গান রয়েছে। গানগুলোর শিরোনাম হচ্ছে- কে তুমি, যতো কথা, তোমারই কথা, ভুল করে ভালবেসেছি, যা চলে যা, বিষণœœতা, জানতে চেয়ো না তুমি ও মনে পড়ে না। গানগুলো লিখেছেন গোলাম মোর্শেদ এবং সুর দিয়েছেন লাকী আখন্দ, নওরোজ নীপো ও সজীব দাস। আমি নিজেও দুটি গানে সুর দিয়েছি। এ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন অরিজিৎ মুখার্জী। আজ এ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। এ্যালবামটিতে কিসের ছোঁয়া থাকবে? ফাহ্মিদা নবী : মানুষের ক্ষিধে হলে যেমন খাবার খায়, তেমনি মনের ক্ষিধে বা ব্যথার জন্যও মানুষ গান শোনে। আমি সেই মনের ক্ষিধের জন্য গান গাই। মঞ্চের জন্য গান করি না। আমি মূলত মানুষের জন্য গান গাই। ‘ভুল করে ভালবেসেছি’ সে রকমই একটি এ্যালবাম। এতে প্রেম আছে। নতুন, মধ্যবয়সী, বয়ঃবৃদ্ধ সবরকমই প্রেমের ছোঁয়া রয়েছে এর গানে। রয়েছে উভয়ের সম্পর্ক ও বিচ্ছেদ। আমাদের দেশে আধুনিক গানের অবস্থা কেমন? ফাহ্মিদা নবী : গানের অবস্থা কয়েক বছর আগেও যেমন ছিল এখনও তেমন আছে। সময়ের পরিবর্তনে ধারা একই কিন্তু রং বদলায় মাত্র। শ্রোতারা ভাল গান শুনতে চায়, কিন্তু তাদের সে সুযোগ থেকে বঞ্চিত করে তথাকথিত কিছু স্যাটেলাইট চ্যানেল। তারা ব্যয়বহুল কিছু রুচিহীন অনুষ্ঠান প্রচার করে যা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। ডিজিটাল যুগে সবাই চায় ভাল মেলোডিয়াস মিউজিক ভিডিও। কিন্তু চ্যানেলগুলো এর জন্য অর্থ ব্যয় করতে নারাজ। রিয়েলিটি শোয়ের মাধ্যমে শিল্পী তৈরি সম্পর্কে বলুন। ফাহ্মিদা নবী : রিয়েলিটি শো হলো একটি প্লাটফর্ম বাকিটা হলো নিজের। এখানে সবাই যে শিল্পী হয়ে যাবে এমন নয়। তবে যারা ধারাবাহিকতা ধরে রাখবে তারাই শিল্পীর খাতায় নাম লেখাতে সক্ষম হবে। তাকে বুঝতে হবে, জানতে হবে শিল্পীর আসল পরিচায় কী? রিয়েলিটি শো বাণিজ্যিকভাবে একটি সফল ব্যবসা, এটা প্রত্যেক দেশে হচ্ছে। তবে শিল্পীদের বুঝতে হবে সে শুধু টাকার পিছনে ছুটবে নাকি শ্রোতাদের ভালবাসার পিছনে ছুটবে। ধৈর্য, সহ্য ও চর্চা না থাকলে সঙ্গীত হবে না। -গৌতম পাণ্ডে
×